Rahul Gandhi: বিপাকে রাহুল? কংগ্রেস সাংসদকে আদালতে হাজিরার নির্দেশ

Feb 12, 2025 | 8:05 AM

Rahul Gandhi: মানহানির এই মামলায় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলোক ভার্মা রাহুলের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৪ মার্চ রাহুলকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

Rahul Gandhi: বিপাকে রাহুল? কংগ্রেস সাংসদকে আদালতে হাজিরার নির্দেশ
রাহুল গান্ধী

Follow Us

লখনউ: ভারতীয় সেনাকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সমন পাঠাল লখনউয়ের এমপি এমএলএ আদালত। আগামী ২৪ মার্চ তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ২০২২ সালে ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনাকে নিয়ে রাহুল মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

বর্ডার রোডস অর্গানাইজেশনের (প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা) প্রাক্তন ডিরেক্টর উদয়শঙ্কর শ্রীবাস্তবের হয়ে রাহুলের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন বিবেক তিওয়ারি নামে এক আইনজীবী। তিনি বলেন, ২০২২ সালের ৯ ডিসেম্বর ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর সাতদিন পর অর্থাৎ ২০২২ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

মানহানির এই মামলায় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলোক ভার্মা রাহুলের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৪ মার্চ রাহুলকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল রাহুলের বিরুদ্ধে আরও একটি মানহানি মামলার শুনানি হয় উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালতে। ২০১৮ সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে। এই মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি। ওইদিন অভিযোগকারীকে প্রাসঙ্গিক প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

মোদী পদবি নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে ২০২৩ সালের মার্চে সুরাটের একটি আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল। তাঁকে ২ বছরের কারাদণ্ডও দিয়েছিল। যার জেরে সাংসদ পদ খারিজ হয়েছিল তাঁর। পরে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পান রাহুল। এবার আরও দুটি মানহানির মামলা রাহুলের বিরুদ্ধে।