AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh Mela: মহাকাশ থেকেও দেখা মিলল মহাকুম্ভের! ছবি প্রকাশ করে মুগ্ধ নভোশ্চর

Maha Kumbh Mela: কেমন সেই ছবি? প্রকাশিত ছবিটি দেখলে মনে হবে ঘন অন্ধকারের মাঝে শক্তির উৎসের মতো জ্বলজ্বল করছে মহাকুম্ভ। কেউ কেউ তো আবার বলছেন, দূর মহাকাশ থেকে অনেকটা সাদা বরফের চাদরের মতো দেখাচ্ছে মহাকুম্ভ প্রাঙ্গনকে।

Maha Kumbh Mela: মহাকাশ থেকেও দেখা মিলল মহাকুম্ভের! ছবি প্রকাশ করে মুগ্ধ নভোশ্চর
মহাকুম্ভ মেলাImage Credit: PTI
| Updated on: Jan 28, 2025 | 3:41 PM
Share

প্রয়াগরাজ: ঘন অন্ধকারের মধ্যে এক টুকরো আলোয় জ্বলজ্বল করছে চারপাশ। এবার মহাকাশে পৌঁছে গেল মহাকুম্ভ। আসলে ঠিক পৌঁছে যায়নি। ঘন অন্ধকারে ঢাকা মহাকাশ থেকে দেখা মিলল মহাকুম্ভের। কারা দেখা পেলেন? নাসা বিজ্ঞানীরা।

এদিন নাসার নভোশ্চর ডোনাল্ড পিট, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছবি তুললেন মহাকুম্ভের। নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটারে পোস্ট করলেন সেই ছবি। তারপর লিখলেন, ‘আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রাতের মহাকুম্ভের দৃশ্য।’

কেমন সেই ছবি? প্রকাশিত ছবিটি দেখলে মনে হবে ঘন অন্ধকারের মাঝে শক্তির উৎসের মতো জ্বলজ্বল করছে মহাকুম্ভ। কেউ কেউ তো আবার বলছেন, দূর মহাকাশ থেকে অনেকটা সাদা বরফের চাদরের মতো দেখাচ্ছে মহাকুম্ভ প্রাঙ্গনকে।

উল্লেখ্য, সেজে উঠেছে প্রয়াগরাজ চত্বর। ১২টি কুম্ভ পেরিয়ে ১৪৪ বছর ফিরেছে মহাকুম্ভ। আর সেই সূত্র ধরেই গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণীর মহাসঙ্গমে এখন উৎসবের আমেজ। সেই উৎসবেই পা মিলিয়ে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। দেশ-বিদেশ থেকে বহু সাধু-সন্তরাও। উত্তরপ্রদেশের প্রশাসনিক মহল সূত্রে খবর, মহাকুম্ভের প্রথম দিনেই পুণ্যস্নান করেছে ১ কোটি পুণ্যার্থীরা। তাদের অনুমান, এক মাস ব্যাপী চলতি এই উৎসব ঘিরে প্রয়াগরাজ ভিড় জমাবেন প্রায় ৪০ থেকে ৪৫ কোটি পুণ্যার্থী।

গতকাল মহাকুম্ভে সপরিবারে গিয়ে পুণ্যস্নান সেরেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গোটা পরিক্রমায় তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শাহের সঙ্গে ‘শাহি ডুব’ দিতে দেখা গিয়েছিল বাবা রামদেবকেও। শুধুই স্বরাষ্ট্রমন্ত্রী নয়। আগামী মাসের শুরুর দিকে মহাকুম্ভে পুণ্যস্নানে যেতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।