হায়দরাবাদ: ফের বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি। না কেউ ঢিল ছোড়েনি, কোনও গবাদি পশুর সঙ্গে ধাক্কা লাগেনি। তৈরি হল আগুন লাগার আতঙ্ক। বন্দে ভারত এক্সপ্রেসে অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদ যেতে সময় লাগে আট ঘণ্টা মতো। বৈধ টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিলেন এক যাত্রী। হয়তো বিনা পয়সাতেই তিনি পুরো যাত্রা করতে পারতেন তিনি। কিন্তু, বাধ সাধল সাধের সুখটান। হ্যাঁ, আট ঘণ্টা তিনি তাঁর ধূমপানের অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারেননি। আর তাতেই মাঝপথে থেমে যেতে হল বন্দে ভারত এক্সপ্রেসকে।
ট্রেনটি সবে গুডুর অতিক্রম করার পরই বন্দে ভারতের শৌচাগারে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। তারপর ধরিয়েছিলেন বিড়ি। জানতেন না বন্দে ভারতের অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে। এই ট্রেনে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্য়বস্থা রয়েছে। বিড়ি ধরাতেই সেই ব্যবস্থা চালু হয়ে যায়। বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। বগির মধ্য দিয়ে অ্যারোসল স্প্রে হওয়া শুরু হয়। এর ফলে, আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বগিতে। বন্দে ভারতের প্রতিটি বগিতে জরুরি ফোন থাকে। সেই ফোন থেকে যাত্রীরা ট্রেনের গার্ডকে সতর্ক করেন।
వందే భారత్ రైలులో పొగలు
గూడూరు – మనుబోలు మధ్య రైలు నిలిపివేత. తిరుపతి నుంచి హైదరాబాద్ వెళుతుండగా ఘటన.
రైలు టాయిలెట్లో ఓ వ్యక్తి సిగరెట్ తాగడంతో రైలు నిండా పొగలు.#VandeBharat #VandeBharatExpress pic.twitter.com/Vl2tW65oph
— Telugu Scribe (@TeluguScribe) August 9, 2023
মানুবুলু স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনে আগন ধরে গিয়েছে ভেবে, রেলওয়ে পুলিশের কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। শৌচাগারের জানালার ফলক ভেঙে ফেলা হয়। ভিতরে দেখা যায় ওই বিড়ি হাতে টিকিটহীন যাত্রী! নেলোরে তাকে আটক করা হয় এবং ট্রেনটি ফের সেকেন্দ্রাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘটনার কিছু ভিডিয়ো সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে, বগিটির ভিতরে অ্যারোসলের কণা ছড়িয়ে পড়ছে। যাত্রীরা দৃশ্যতই আতঙ্কিত ছিলেন। পুরো বগিটি খালি করে দেওয়া হয়। আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনের ভিতরে আর কোথাও আগুন আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্য এক ভিডিয়োতে পুলিশকে দেখা যায় অভিযুক্তদের ধরে নিয়ে যেতে।