মুম্বই: বাণিজ্য নগরীতে গ্রেফতার এক বৃহন্নলা (Transgender)। মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ওই বৃহন্নলার বয়স ৩৫ বছর। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ (Police)। ঘটনাস্থল থেকে ৫ মহিলাকে আটক করা হয়েছে। মধুচক্রের পর্দা ফাঁস হতেই এলাকায় চাঞ্চল্য। এতদিন স্থানীয়দের চোখে ধুলো দিয়ে চলছিল দেহব্যবসা।
মুম্বইয়ের নেহরু নগরের ভিলে পার্লে থেকে গ্রেফতার করা হয়েছে বৃহন্নলাকে। কীভাবে সবার নজর এড়িয়ে এতদিন ধরে মধুচক্র চলছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গিয়েছে, আটক ৫ মহিলাকে মোটা টাকার লোভ দেখানো হয়েছিল।
পুলিশ জানতে পেরেছে, লকডাউন পরিস্থিতিকে কাজে লাগিয়ে সকলের চোখের আড়ালে চলছিল মধুচক্রের কারবার। কিন্তু জানতে পারে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের হানা। ঘটনাস্থল থেকে গ্রেফতার ১ বৃহন্নলা-সহ ৫ মহিলা।
৫ জন মহিলাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পুলিশ। ইতিমধ্যেই ওই বৃহন্নলার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আগামী দিনে তার কড়া শাস্তি হবে বলে আশ্বাস পুলিশের। আরও পড়ুন: বিচার মেলার আগেই ‘বিচার শেষ’! আদালতের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অভিযুক্ত