Viral Video: গ্রিলটাও ধরেননি, কেবল হাত গলিয়ে ১ ঘন্টা ধরে চলন্ত ট্রেনের জানলায় ঝুলছিলেন যুবক, খাবারও খাচ্ছেন অনায়াসে! উদ্দেশ্য জানলে চমকে উঠবেন

Viral Video: এমনকি মাঝে এক হাতের সাহায্যে ট্রেনের সিটে পড়ে থাকা, খাবার তুলে খেতে দেখা যায় ভিডিওতে। ওই ভিডিওতে দেখা যায়, ওই ট্রেনে থাকা অনেককেই যুবকের ভিডিও করতে দেখা যায়।

Viral Video: গ্রিলটাও ধরেননি, কেবল হাত গলিয়ে ১ ঘন্টা ধরে চলন্ত ট্রেনের জানলায় ঝুলছিলেন যুবক, খাবারও খাচ্ছেন অনায়াসে! উদ্দেশ্য জানলে চমকে উঠবেন
চলন্ত ট্রেনে ঝুলছে যুবক। Image Credit source: Instagram

Jan 28, 2025 | 2:40 PM

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক যুবক চলন্ত ট্রেনের জানলা ধরে বাইরে ঝুলছে। ভিডিওট পোস্ট করা ব্যক্তির দাবি ঝুলন্ত যুবক আসলে চোর। উলটো দিক থেকে আসা একটা ট্রেন থেকে ঝাঁপ দেয়। সেই সমইয় এসে পড়ে এই ট্রেনটি। তখন ওই ব্যক্তি ট্রেনের জানলা ধরে ঝুলে পড়ে। ভিডিও তথ্য অনুসারে ওই যুবক, নাকি ১ ঘন্টা ধরে একই ভাবে ঝুলছে ট্রেনের বাইরে। একজন জানান ওই ব্যক্তি কানপুরের বাসিন্দা।

এমনকি মাঝে এক হাতের সাহায্যে ট্রেনের সিটে পড়ে থাকা, খাবার তুলে খেতে দেখা যায় ভিডিওতে। ওই ভিডিওতে দেখা যায়, ওই ট্রেনে থাকা অনেককেই যুবকের ভিডিও করতে দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল কেউই চেন টেনে ট্রেন দাঁড় করানোর প্রয়োজন বোধ করেনি।

ভিডিওটি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ট্রাভেল_উইথ_আহমদ0 এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখেন “জিন্দেগি সে পেয়ার নি হ্যায়”

ভিডিও শেয়ার করতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই নানা রকম কমেন্ট করেছেন। কেউ মজা করে বলেছেন, “চোর প্রো ম্যাক্স”, আরেকজন বলেছেন, “নেক্সট লেভেল চোর হ্যায় ভাই।” কেউ কেউ আবার বিষ্ময় প্রকাশ করেছেন।

কেউ ট্রেনের চেন না টানার জন্য যাত্রীদের সমালোচনাো করেছেন। একজন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আপনাদের কী হয়েছে? আপনারা রেকর্ড করছেন অথচ জরুরি চেন টানছেন না?”

প্রসঙ্গত, ২০২২ সালে একই ভাবে ফোন চুরি করে পালানোর চেষ্টা করে শেষে বিহারে গ্রেফতার হয় সেই চোর।