AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kerala: ব্যাগ খুলে মাথায় হাত পাত্রের, ছাদনতলায় যাওয়ার আগেই জেলে পাত্রী

Kerala: অভিযোগপত্রে পাত্র জানিয়েছেন, মে মাসে ওই মহিলা তাঁকে ফোন করেছিলেন। নিজেকে পাত্রীর মা বলে পরিচয় দিয়েছিলেন। সেখানে তিনি জানান, তাঁর বিবাহযোগ্য কন্যা রয়েছে। এরপর ওই মহিলাই নিজেকে পাত্রী হিসেবে পরিচয় দিয়ে পঞ্চায়েত ওই সদস্যকে ফোন করেন এবং মেসেজ পাঠান। ফোনে মহিলা বলেন, তিনি অবিবাহিতা। তাঁকে দত্তক নেওয়া হয়েছে।

Kerala: ব্যাগ খুলে মাথায় হাত পাত্রের, ছাদনতলায় যাওয়ার আগেই জেলে পাত্রী
প্রতীকী ছবি
| Updated on: Jun 07, 2025 | 7:29 PM
Share

তিরুবনন্তপুরম: কয়েকঘণ্টার পরই বিয়ে। সবাই ব্যস্ত। আচমকা হইচই। চিৎকার করছেন বর। কনে অপ্রস্তুত। কী হয়েছে? খোঁজ করতে গিয়েই যা জানা গেল, তাতে মাথায় হাত পাত্রপক্ষের। নিজের আগের একাধিক বিয়ে লুকিয়ে ফের ছাদনাতলায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন কনে। ধরা পড়তেই কাঁচুমাচু মুখ তাঁর। খবর পেয়ে পুলিশ এসে গ্রেফতার করল কনেকে। জানা গেল, এভাবে একের পর এক বিয়ে করে পাত্রপক্ষকে ঠকিয়েছেন ওই মহিলা। ছাদনাতলায় যাওয়ার আগে জেলে যেতে হল তাঁকে। ঘটনাটি কেরলের আর্যনদের।

পাত্র আর্যনদের একজন পঞ্চায়েত সদস্য। শুক্রবার তাঁর বিয়ে ছিল। বিয়ের জন্য সাজগোজ করছিলেন ওই মহিলা। তখন তাঁর ব্যাগ খুলে দেখতেই চমকে ওঠেন পাত্র। তাঁর আগের একাধিক বিয়ের প্রমাণ পান। তারপরই সব প্রকাশ্যে আসে।

অভিযোগপত্রে পাত্র জানিয়েছেন, মে মাসে ওই মহিলা তাঁকে ফোন করেছিলেন। নিজেকে পাত্রীর মা বলে পরিচয় দিয়েছিলেন। সেখানে তিনি জানান, তাঁর বিবাহযোগ্য কন্যা রয়েছে। এরপর ওই মহিলাই নিজেকে পাত্রী হিসেবে পরিচয় দিয়ে পঞ্চায়েত ওই সদস্যকে ফোন করেন এবং মেসেজ পাঠান। ফোনে মহিলা বলেন, তিনি অবিবাহিতা। তাঁকে দত্তক নেওয়া হয়েছে। এখন তাঁর মা বিয়ে দিতে চাইছেন না। এরপর ওই মহিলা বলেন, মায়ের আপত্তি সত্ত্বেও তিনি বিয়ে করবেন। ৬ জুন বিয়ের তারিখ ঠিক হয়। সেখানে পাত্রীপক্ষের কেউ থাকবেন না বলে মহিলা জানান।

অভিযোগপত্রে পাত্র জানিয়েছেন, বিয়ের প্রস্তুতির জন্য সাড়ে সাত লক্ষ টাকা খরচ হয়েছে তাঁর। পুলিশ খতিয়ে দেখছে, ওই মহিলা এর আগে কতজনকে বিয়ে করেছেন। বিয়ের পর তাঁদের কীভাবে প্রতারণা করতেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৭-৮ বার ইতিমধ্যে বিয়ে করেছেন ওই মহিলা।

কিছুদিন আগে মধ্যপ্রদেশের ভোপাল থেকে এক মহিলাকে গ্রেফতার করেছিল রাজস্থানের সাওয়াই মাধোপুরের পুলিশ। ওই মহিলা একাধিক রাজ্যের ২৫ জনকে বিয়ে করেছিলেন। প্রত্যেকবার বিয়ের পর সুযোগ বুঝে টাকা ও গয়না নিয়ে পালাতেন।