
লখনউ: রেল ট্র্যাককেই কি রাস্তা ভেবে বসেছিলেন তিনি? এক মহিলার কাণ্ডে আপাতত অস্থির হয়েছে ভারতীয় রেলওয়ে। পথ ঘোরাতে হয়েছে একাধিক ট্রেনের। বেশ কয়েকটি আবার ঠায় দাঁড়িয়ে থেকেছে স্টেশনে। আর সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যম জুড়ে এখন ভাইরাল।
ঘটনা তেলঙ্গনার। সেখানে শঙ্করপল্লি এলাকাতে সরাসরি রেললাইনের উপরে নিজের দামী গাড়ি তুলে দেন এক মহিলা। লাইনের উপর দিয়ে গাড়িটিকে দ্রুত ছুটিয়ে নিয়ে যান তিনি। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় রেলপুলিশকে। কারণ, কোনও মতেই গাড়ি থামাতে চাইছিলেন না সেই মহিলা। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও স্থানীয়রা।
ঘিরে ধরে গাড়ি। ভিতর থেকে টেনে বের করা হয় ওই মহিলাকে। একটি ভাইরাল ভিডিয়োয় (যার সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি) দেখা গিয়েছে, সেই মহিলাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ ও স্থানীয়রা। যাদের থেকে নিজের হাত ছাড়াতে রীতিমতো চিৎকার করছেন অভিযুক্ত।
কিন্তু কেনই বা রেললাইনের উপর নিজের গাড়ি তুলে দিয়েছিলেন ওই মহিলা? রিল শ্য়ুটিং নাকি আত্মহত্যা? নেপথ্যের কারণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার মানসিক পরিস্থিতি ঠিক নেই। পুলিশ সুপার চন্দনা দীপ্তি জানিয়েছেন, ‘প্রায় ২০ জন স্থানীয় ও রেলপুলিশ-স্থানীয় থানার পুলিশের উদ্যোগে যা হোক করে গাড়িটিকে থামানো হয়েছে। ওনারাই কোনও ভাবে গাড়িটিকে আটকান। এরপর আরও জনা বিশেক স্থানীয় এসে ওই মহিলাকে গাড়ি থেকে টেনে বের করেন। সেই সময় বারংবার বাঁধা দেওয়ার চেষ্টা করেন তিনি।’
Stop oppressing women’s freedom.
Let them drive wherever they want
The woman drives a car on Railway Track near Shankarpally. pic.twitter.com/zIV3grpd4G
— Squint Neon (@TheSquind) June 26, 2025
তাঁর সংযোজন, ‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। গাড়ি থেকেই ওনার ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড উদ্ধার হয়েছে। তবে উনি ঠিক কী কারণে এই কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও ঠাওর করা যায়নি। আত্মহত্যার চেষ্টা বলেই সন্দেহ।’ রেলওয়ে সূত্রে খবর, মহিলার এমন কাণ্ডের জেরে ১০ থেকে ১৫টি লোকাল ট্রেন-সহ বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ গামী একটি দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।