Aadhaar Card update: আধার কার্ড বিনামূল্যে আপডেটের শেষ সুযোগ! জেনে নিন সহজ পদ্ধতি…
Aadhaar Card update for free: সময়সীমার মধ্যে বিনামূল্যে তা করাতে পারবেন। কারও ঠিকানা বদলে থাকলে, হয়তো অন্য শহরে পাড়ি দিয়েছেন, সব রকম সংশোধনের ক্ষেত্রেই সহজ উপায় অনলাইন। এরপর কী?
আধার কার্ডে পরিবর্তন প্রয়োজন? ঠিকানা বদলাতে হবে! কিংবা জন্মতারিখ সংশোধন? আপাতত বিন্যামূল্যেই অনলাইনে আধার কার্ড আপডেট করা যাচ্ছে। যদিও হাতে আর সময় কম। এরপর চার্জ দিয়েই এই পরিবর্তনগুলো করতে হবে। UIDAI-এর তরফে ঘোষণা করা হয়েছে, কেউ যদি আধার কার্ডে কোনও সংশোধন করাত চান, myAdhaar পোর্টালের মধ্যে সময়সীমার মধ্যে বিনামূল্যে তা করাতে পারবেন। কারও ঠিকানা বদলে থাকলে, হয়তো অন্য শহরে পাড়ি দিয়েছেন, সব রকম সংশোধনের ক্ষেত্রেই সহজ উপায় অনলাইন। এরপর কী?
আধার কার্ডের পোর্টালে ১৪ ডিসেম্বর অর্থাৎ আগামী কাল শনিবার অবধিই এই সুযোগ থাকছে। সময় সীমা পেরিয়ে গেলে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়েই এই সংশোধন করাতে হবে। তার জন্য চার্জও নেওয়া হবে। কোনও তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য ব্যবহার করা যেতে Bhuvan Aadhaar পোর্টাল। এই পোর্টাল থেকে কাছাকাছি আধার কেন্দ্রের ঠিকানা পাওয়া যাবে সহজেই। আধার ব্যবহারকারীরা এই পোর্টালে ‘Centers Nearby’ অর্থাৎ কাছাকাছি কোন কোন আধার কেন্দ্র রয়েছে, সেই বিকল্প পেয়ে যাবেন। অথবা নিজের এলাকার পিনকোড দিয়েও আধার কেন্দ্র খোঁজা যাবে।
mAadhaar অ্যাপে অবশ্য সীমিত আপটেডের বিকল্পই রয়েছে। UIDAI-এর বিবৃতি অনুযায়ী, ‘নাম, জন্মতারিখ কিংবা মোবাইল নম্বর পরিবর্তন এই অ্যাপে করা যাবে না। শুধুমাত্র ডকুমেন্ট জমা দিয়ে ঠিকানা আপডেট করা যেতে পারে।’ আগামীতে যাবতীয় পরিবর্তনের জন্য যে চার্জ লাগবে, সেটাও জানিয়ে দিয়েছে আধার কর্তৃপক্ষ।
বায়োমেট্রিক আপডেট- ফিঙ্গারপ্রিন্ট, আইরিস (চোখের স্ক্যান) এবং ছবি আপলোডের ক্ষেত্রে চার্জ লাগতে পারে সর্বাধিক ১০০ টাকা।
ডেমোগ্রাফিক আপডেট-যেমন নাম, জেন্ডার, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এসব পরিবর্তনের ক্ষেত্রে সর্বাধিক ৫০ টাকা লাগতে পারে। বায়োমেট্রিক আপডেটের সঙ্গে একসঙ্গে এগুলোর পরিবর্তনে অবশ্য কোনও চার্জ লাগবে না। তবে আলাদা আলাদা করালে ৫০ টাকা চার্জ লাগবে।
ডকুমেন্ট আপডেট- পরিচয়পত্র জমা, ঠিকানার প্রমাণের কাগজপত্র, বা কোনও তথ্য সংশোধনে প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার ক্ষেত্রে কাল অবধি অনলাইনে বিনামূল্যেই করা যাবে। আধার কেন্দ্রে এই কাজ করাতে চার্জ লাগবে ৫০ টাকা।
অনলাইনে এখনই কী ভাবে আপডেট করাবেন?
১. myaadhaar.uidai.gov.in পোর্টালে যান।
২. লগ ইন অপশন ক্লিক করুন, আধার নম্বর এবং ক্যাপচা কোড, ওটিপির রিকোয়েস্ট করুন। এরপর লগইন হয়ে যাবে।
৩. ডকুমেন্ট আপডেট অবশন ক্লিক করুন।
৪. সমস্ত নির্দেশিকা দেখে এগোন।
৫. সমস্ত তথ্য নিজে নিশ্চিত হয়ে ভেরিফিকেশন বক্সে টিক দিন।
৬. নিজের পরিচয় এবং ঠিকানার প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন।
এই প্রক্রিয়া সম্পন্ন হলে ইমেলে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) আসবে, যা দিয়ে আপডেটের বিষয়টি ট্র্যাক করতে পারবেন।