Aadhaar Card: জন্মের প্রমাণ হিসাবে আর গ্রহণ করা হবে না আধার কার্ড, কাদের সার্টিফিকেট বাতিল হবে?

Birth Certificate-Aadhaar Card: ভুয়ো জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট দিয়ে নানা বেআইনি কাজ করা হয়। এই কাজ রুখতেই এবার কঠোর পদক্ষেপ। যেহেতু দেশ জুড়েই জাল আধার কার্ড তৈরির চক্র ছড়িয়ে পড়েছে, তাই আধার কার্ডকে আর মান্যতা দেওয়া হবে না জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র হিসাবে।

Aadhaar Card: জন্মের প্রমাণ হিসাবে আর গ্রহণ করা হবে না আধার কার্ড, কাদের সার্টিফিকেট বাতিল হবে?
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

Nov 28, 2025 | 2:49 PM

নয়া দিল্লি: বড় সিদ্ধান্ত। আধার কার্ডকে (Aadhaar Card) জন্মের প্রমাণ সার্টিফিকেট (Birth Certificate) হিসাবে গ্রহণ করা হবে না আর। সিদ্ধান্ত নিল দুই রাজ্য। তারা জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে যেহেতু বার্থ সার্টিফিকেট সংযুক্ত থাকে না, তাই এটিকে জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে না।

উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার উত্তর প্রদেশের প্ল্যানিং ডিপার্টমেন্টের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে আধার কার্ডকে জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না। সমস্ত বিভাগকেই এই নোটিস পাঠানো হয়েছে। আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট হিসাবে গ্রহণ করা হবে না।

অন্যদিকে, মহারাষ্ট্র সরকারও একই নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়েছে, দেরিতে জন্ম সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে আধার কার্ডকে আর বৈধ ডকুমেন্ট হিসাবে গ্রহণ করা হবে না। জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী) আইন ২০২৩-র পর যে সমস্ত জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে শুধুমাত্র আধার কার্ড দিয়ে, তা বাতিল করে দেওয়া হবে।

প্রসঙ্গত, ভুয়ো জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট দিয়ে নানা বেআইনি কাজ করা হয়। এই কাজ রুখতেই এবার কঠোর পদক্ষেপ। যেহেতু দেশ জুড়েই জাল আধার কার্ড তৈরির চক্র ছড়িয়ে পড়েছে, তাই আধার কার্ডকে আর মান্যতা দেওয়া হবে না জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র হিসাবে।

মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, সন্দেহজনক সমস্ত সার্টিফিকেট, যা আধার কার্ড ব্যবহার করে তৈরি করা হয়েছে, তা বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত আধিকারিকরা এই সার্টিফিকেট ইস্যু করেছেন, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা না মেনে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম পোর্টাল থেকেও এই এন্ট্রি ডিলিট করে দিতে হবে।