Aadhaar ID: সবচেয়ে ভরসাযোগ্য ডিজিটাল আইডি আধার, ‘মুডিজ’-এর রিপোর্ট ‘ভিত্তিহীন’ বলে দাবি কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 26, 2023 | 11:28 PM

Aadhaar ID: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধার হল, বিশ্বের সবচেয়ে ভরসাযোগ্য ডিজিটাল আইডি। মুডিজ ইনভেস্টর সার্ভিসের ধারণা ভিত্তিহীন। কোনও প্রমাণ বা ভিত্তি ছাড়াই বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল আইডি আধারের বিরুদ্ধে রিপোর্টটি করা হয়েছে।

Aadhaar ID: সবচেয়ে ভরসাযোগ্য ডিজিটাল আইডি আধার, মুডিজ-এর রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি কেন্দ্রের
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম ভরসাযোগ্য ডিজিটাল আইডেন্টিফিকেশন (ID) হল, আধার নম্বর (Aadhaar ID)। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ভারতের নাগরিকেরা গত এক দশক ধরে বিভিন্ন ক্ষেত্রে একাধিক প্রয়োজনে আধার (Aadhaar) নম্বর ব্যবহার করছেন। বিশ্বের সেই সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল নম্বরের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছে গ্লোবাল রেটিং সংস্থা, মুডিজ (Moody’s)। এবার মুডিজ-এর সেই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে বিবৃতি দিল ভারত সরকার।মুডিজ যে রিপোর্ট দিয়েছে সেটি কোনও উদ্ধৃতি ছাড়াই প্রাথমিক অথবা সেকেন্ডারি তথ্য বা গবেষণার ভিত্তিতে করা বলেও জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধার হল, বিশ্বের সবচেয়ে ভরসাযোগ্য ডিজিটাল আইডি। মুডিজ ইনভেস্টর সার্ভিসের ধারণা ভিত্তিহীন। কোনও প্রমাণ বা ভিত্তি ছাড়াই বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল আইডি, আধারের বিরুদ্ধে রিপোর্টটি করা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে উত্থাপিত সমস্যাগুলির বিষয়ে সত্যতা যাচাই করার কোনও চেষ্টা করা হয়নি।

মুডিজ-এর রিপোর্টে বায়োমেট্রিক প্রযুক্তি বাস্তবিক প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, ভারতের মতো গরম, আর্দ্র জলবায়ুতে কায়িক শ্রমিকদের উপস্থিতি বা অন্যান্য বিষয় বায়োমেট্রিক্সের মাধ্যমে আধার যাচাই করা অনেক সময়ই অসম্ভব হয়ে দাঁড়ায়। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছে কেন্দ্র। এপ্রসঙ্গে ভারতের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MGNREGS) কথা তুলে ধরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, রিপোর্টের লেখকেরা জানেন না যে MGNREGS ডাটাবেসে আধার সংযুক্ত করা হয়েছে। ফলে প্রান্তিক কর্মীরা অন্য কোনও প্রমাণ ছাড়া কেবল তাঁদের বায়োমেট্রিক্স ব্যবহার করেই প্রকল্পের সমস্ত সুবিধা পান। এমনকি কেবল বায়োমেট্রিক্স ব্যবহারের মাধ্যমেই প্রকল্পের অর্থ সরাসরি তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ে যায়।

আধার সিস্টেমের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। এর জবাবে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, সংসদেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত আধারের তথ্য ফাঁসের কোনও খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক নিরাপত্তা এবং গোপনীয়তা মান অনুযায়ী গোটা সিস্টেমটি করা হয়েছে।

Next Article