Election Commission: ভোটার তালিকার নাম তুলতে লাগবে না আধার নম্বর, জানাল নির্বাচন কমিশন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 22, 2023 | 9:34 AM

Election Commission of India: বর্তমানে, ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য ফর্ম ৬ এবং ফর্ম ৬বি পূরণ করতে হয়। এই দুই ফর্মেই আধার নম্বর চাওয়া হয়। সুপ্রিম কোর্টকে, নির্বাচন কমিশন বলেছে, ভোটার হিসাবে পরিচয় নিশ্চিত করার জন্যই ভোটার তালিকায় নাম নিবন্ধনের সময় আধার বিবরণ চাওয়া হয়।

Election Commission: ভোটার তালিকার নাম তুলতে লাগবে না আধার নম্বর, জানাল নির্বাচন কমিশন
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ভোটার তালিকার নিবন্ধনের ক্ষেত্রে আধার নম্বর লাগবে না। পরিচয় প্রমাণের জন্য ভোটারদের তাদের আধার নম্বরের বিশদ বিবরণ দিতে বাধ্য করা হবে না। সুপ্রিম কোর্টকে জানাল ভারতের নির্বাচন কমিশন। কমিশন আরও জানিয়েছে, ভোটার তালিকার নিবন্ধনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে। শিগগিরই এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে। বর্তমানে, ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য ফর্ম ৬ এবং ফর্ম ৬বি পূরণ করতে হয়। এই দুই ফর্মেই আধার নম্বর চাওয়া হয়। সুপ্রিম কোর্টকে, নির্বাচন কমিশন বলেছে, ভোটার হিসাবে পরিচয় নিশ্চিত করার জন্যই ভোটার তালিকায় নাম নিবন্ধনের সময় আধার বিবরণ চাওয়া হয়। তবে এমন নয় যে এটা ছাড়া ভোটার পরিচয়পত্র তৈরি করা যাবে না।

নতুন ভোটারদের নাম নিবন্ধনের জন্য ফর্ম ৬ পূরণ করতে হয়। অর্থাৎ, নতুন ভোটারদের জন্য আবেদনপত্র পূরণ করতে হয়। এর সঙ্গে থাকে ফর্ম ৬বি। এই ফর্মটি আধার নম্বরের তথ্য সংক্রান্ত। এই দুই ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালতে একটি মামলা করা হয়েছিল। ভোটার হিসেবে নাম নিবন্ধন করতে গিয়ে, আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি জি নিরঞ্জন। ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর বিধি ২৬-এর বি সম্পর্কে স্পষ্টতা চেয়েছিলেন আবেদনকারী।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর সমন্বয়ে গঠিত এক বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। শুনানি চলাকালীন নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর ২৬-এর বি ধারা অনুযায়ী, আধার নম্বরের বিশদ দেওয়া বাধ্যতামূলক নয়। তবে এই বিষয়ে সাদারণ মানুষের মধ্যে অস্পষ্টতা রয়েছে বলে মেনে নিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে কমিশন প্রতিশ্রুতি দিয়েছে, শীঘ্রই এই বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে। কমিশনের আইনজীবীরা জানিয়েছেন, ইতিমধ্যেই ৬৬,২৩,০০,০০০ আধার নম্বর আপলোড করা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। কমিশনের পক্ষ থেকে আধার তথ্য দেওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা প্রকাশের প্রতিশ্রুতি দেওয়াতেই আবেদনটির নিষ্পত্তি করেছে শীর্ষ আদালত।

Next Article