Jahangirpuri Violence : জাহাঙ্গিরপুরী হিংসা নিয়ে দোষাদোষীতে মজে আপ-বিজেপি, মূলচক্রী আনসারের সঙ্গে আঁতাত কোন দলের?
Jahangirpuri Violence : শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয় দিল্লির জাহাঙ্গিরপুরী। এই ঘটনায় মূলচক্রী হিসেবে নাম উঠে এসেছে
নয়া দিল্লি : দিল্লির জাহাঙ্গিরপুরীর হিংসার ঘটনায় ভারতীয় জনতা পার্টির (BJP) দিকে আঙুল তুলল আম আদমি পার্টি (AAP)। আবার পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। দিল্লির এই হিংসার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে আনসার। এইবার আনসারের সঙ্গে বিজেপির যোগ থাকার দাবি করা হয়েছে আপের তরফে। বিজেপিও এই একই পথে হেঁটে আপের বিরুদ্ধে আনসারির সঙ্গে যোগ থাকার অভিযোগ তুলেছে।
আপ নেতা অতিশী মঙ্গলবার টুইট করে দাবি করেছেন যে আনসার একজন বিজেপি নেতা। আনসারের সঙ্গে কয়েকজন বিজেপি নেতার ছবি পোস্ট করে অতিশী টুইটে লিখেছেন, “জাহাঙ্গিরপুরী দাঙ্গার মূল অভিযুক্ত আনসার একজন বিজেপি নেতা। তিনি বিজেপির প্রার্থী সঙ্গীতা বাজাজকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং বিজেপিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এটা স্পষ্ট যে বিজেপি এই দাঙ্গা করিয়েছে। বিজেপির উচিত দিল্লিবাসীর কাছে ক্ষমা চাওয়া। বিজেপি গুন্ডাদের দল।” আম আদমি পার্টি দিল্লি-র টুইটার হ্যান্ডেল থেকেও একই টুইট করা হয়েছে। বিজেপি নেতাদের সঙ্গে আনসারের ছবি পোস্ট করে লেখা হয়েছে জাহাঙ্গিরপুরী দাঙ্গার মূলচক্রী আনসার একজন বিজেপি নেতা। এই টুইটে আরও লেখা হয়েছে যে, তাহলে এটি পরিষ্কার হনুমান জয়ন্তীর দিন বিজেপিই এই দাঙ্গা বাধিয়েছে।
जहाँगीरपुरी दंगों का मुख्य आरोपी- अँसार- भाजपा का नेता है। उसने भाजपा की प्रत्याशी संगीता बजाज को चुनाव लड़वाने में प्रमुख भूमिका निभायी और भाजपा में सक्रिय भूमिका निभाता है
ये साफ़ है कि भाजपा ने दंगे करवाए। भाजपा दिल्ली वालों से माफ़ी माँगे।
भाजपा गुंडों-लफ़ंगों की पार्टी है pic.twitter.com/BcjifgTmWx
— Atishi (@AtishiAAP) April 19, 2022
EXPLOSIVE‼️
The Mastermind of Jahangirpuri riots- Ansar- is a BJP leader.
It is now amply clear – BJP orchestrated Riots Delhi on the occasion of Hanuman Jayanti!#BJPDangaKarvatiHai pic.twitter.com/MYSQJTqlbj
— Aam Aadmi Party Delhi (@AAPDelhi) April 19, 2022
অন্যদিকে, গতকালই বিজেপি নেতা মনোজ তিওয়ারি আপকে ‘দাঙ্গার খনি’ (Riots Factory) হিসেবে তোপ দেগেছেন। তিনি অভিযোগ করেছেন আপের সঙ্গে জাহাঙ্গিরপুরীর মূলচক্রী আনসারের যোগ রয়েছে। একটি ভিডিয়ো টুইটে মনোজ তিওয়ারি বলেছেন, “জাহাঙ্গিরপুরী হিংসার মূলচক্রী আনসার একজন আপ কর্মী বলে জানা গিয়েছে। ২০২০ সালের দিল্লি দাঙ্গার মূলচক্রী ছিল তাহির হুসেন। তিনিও একজন আপ কাউন্সিলর ছিলেন। আপ কি দাঙ্গার কারখানা চালাচ্ছে? সবাই জানে দিল্লিতে একটি বড় সমস্যা অবৈধ অভিবাসী এবং আপ তাঁদের প্রতি নরম। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিতষ। কারণ যখনই দিল্লিতে কোনও দাঙ্গা হয়েছে। সেই দাঙ্গার মূলচক্রী আপের বলে জানা গিয়েছে।”
जहांगीरपुरी में हुई हिंसा और दिल्ली में उत्तर पूर्वी दिल्ली में हुए दंगो के पीछे आप के नेता निकले। क्या आम आदमी पार्टी दिल्ली में दंगे की फैक्ट्री चला रही है?- श्री @ManojTiwariMP #आप_के_दंगाई pic.twitter.com/iLduUiEBJx
— BJP Delhi (@BJP4Delhi) April 18, 2022
উল্লেখ্য, শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘির উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লির জাহাঙ্গিরপুরীতে। এই ঘটনায় ৮ জন পুলিশকর্মী এবং একাধিক জনগণ জখম হয়েছেন বলে জানা গিয়েছিল। এই ঘটনায় প্রথম থেকেই নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে জানিয়েছেন এই ঘটনার তদন্তে কঠোর পদক্ষেপের করার নির্দেশ দিয়েছেন। তদন্ত করে ঘটনার মূলচক্রী হিসেবে নাম উঠে এসেছে আনসার ও আলমের। এই অভিযুক্ত আনসারের সঙ্গেই বিজেপি এবং আপের যোগ নিয়ে সরব হয়েছেন একে অপরে।