AAP: মমতার পথেই কেজরী! একা লড়ার ঘোষণা আম আদমি পার্টির

India Alliance: মমতা বন্দ্যোপাধ্যায়ের একা চলার ঘোষণার পরই একই পথের শরিক হল আম আদমি পার্টি। আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্জাবে একা লড়ার ঘোষণা করল আপ। যা স্বাভাবিকভাবেই কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলল। ইন্ডিয়া জোটের ফাটল যে ক্রমশ প্রকট হচ্ছে, তা তৃণমূল ও আপ-এর পরপর এই ঘোষণাতেই স্পষ্ট।

AAP: মমতার পথেই কেজরী! একা লড়ার ঘোষণা আম আদমি পার্টির
মমতার পর একা চলার সিদ্ধান্ত পঞ্জাব আপের।Image Credit source: PTI

|

Jan 24, 2024 | 3:19 PM

নয়া দিল্লি: ৭ মাসের বন্ধন ছিন্ন! বাংলায় আসন রফা নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব চলছিলই। অবশেষে বুধবার তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, বাংলায় তৃণমূল একাই লড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরই একই পথের শরিক হল আম আদমি পার্টি (AAP)। আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্জাবে একা লড়ার ঘোষণা করল আপ। যা স্বাভাবিকভাবেই কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলল। ইন্ডিয়া (INDIA) জোটের ফাটল যে ক্রমশ প্রকট হচ্ছে, তা তৃণমূল ও আপ-এর পরপর এই ঘোষণাতেই স্পষ্ট।

এদিন পঞ্জাব আম আদমি পার্টির প্রধান ভগবন্ত মান রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করার কথা স্পষ্টত খারিজ করে দেন। তিনি বলেন, “পঞ্জাবে ১৩ লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির ৪০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের আগে আমরা সমীক্ষা করব।”

বাংলায় জোট করার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দড়ি টানাটানি চলছিল। কোনভাবেই ২টি বেশি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ বলে জানান তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, ১০-১২টি আসনের দাবি জানিয়ে আসছিল কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যে রাহুল গান্ধী বাংলায় পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে। যেটা মণিপুর, মেঘালয়, অসম, বিহার হয়ে বাংলার উপর দিয়েও যাবে। এই যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস সামিল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে এদিন সেই প্রশ্নেরও জবাব দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষোভ উগরে দেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা করে বাংলায় আসার কথা কংগ্রেস তাঁকে জানায়নি বলে অভিযোগ মমতার। যদিও মমতার ক্ষোভ প্রকাশের পরই ড্যামেজ কন্ট্রোলে নামেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডিয়া জোটের কথা কল্পনাও করা যায় না বলে জানান তিনি। কিন্তু, এর মধ্যেই বাংলায় একা লড়ার কথা জানিয়ে দেন তৃণমূল নেত্রী। এমনকি জোটে তাঁর কোনও কথা মানা হয়নি অভিযোগ তুলে কংগ্রেসের প্রতি মমতার বার্তা, “৩০০ আসনে ওরা একাই লড়ুক। বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরই বড় ঘোষণা করল আম আদমি পার্টি। গত বছরের শেষে ৫ রাজ্যে বিধানসভা ভোটের সময় থেকেই আসন রফা নিয়ে আপ-এর সঙ্গে কংগ্রেসের বিরোধ বেধেছিল। অবশেষে পঞ্জাবে একা লড়ার কথা ঘোষণা করল আপ। এবার বাকি রাজ্যগুলিতে কি হয়, আদৌ সাড়ম্বর করে জোট বাঁধা ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’ থাকে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে