INDIA: কংগ্রেসের সঙ্গে দ্বৈরথ অব্যাহত, মুম্বইয়ে ইন্ডিয়া-র বৈঠকে যোগ দেবেন কিনা জানালেন কেজরীবাল

AAP: ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস দিল্লির সমস্ত আসনে একাই লড়বে বলে গত বুধবার ঘোষণা করেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। যা নিয়ে আপ-এর সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে টানাপোড়ন শুরু হয়।

INDIA: কংগ্রেসের সঙ্গে দ্বৈরথ অব্যাহত, মুম্বইয়ে ইন্ডিয়া-র বৈঠকে যোগ দেবেন কিনা জানালেন কেজরীবাল
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। ফাইল ছবি।Image Credit source: ANI

| Edited By: Sukla Bhattacharjee

Aug 22, 2023 | 8:52 AM

নয়া দিল্লি: দিল্লির আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে AAP-এর দ্বৈরথ চলছে। এর মধ্যেই ‘INDIA’ জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা ঘোষণা করল আম আদমি পার্টি। আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে যোগ দিতে যাবেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা ঘোষণা করেছেন আপ সুপ্রিমো স্বয়ং (Arvind Kejriwal)।

দিল্লি আসন নিয়ে বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে আপ-এর দূরত্ব তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব জোটে পড়বে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। আপ কি ‘ইন্ডিয়া’ জোট থেকে বেরিয়ে আসবে? এমন জল্পনাও শোনা যাচ্ছিল। অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন কিনা প্রশ্ন করা হলে অরবিন্দ কেজরীবাল বলেন, “আমি মুম্বই যাচ্ছি। তারপর সেখানে কী হয় আপনাদের জানাব।” অর্থাৎ আপাতত ‘ইন্ডিয়া’ জোটের ফাটল ঠেকানো গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস দিল্লির সমস্ত আসনে একাই লড়বে বলে গত বুধবার ঘোষণা করেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। যা নিয়ে আপ-এর সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে টানাপোড়ন শুরু হয়। কংগ্রেস নেত্রীর ঘোষণা ক্ষুব্ধ হয়ে আপের তরফে জানিয়ে দেওয়া মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে আর যাওয়ার প্রয়োজন নেই। আপের এই ঘোষণার পর ‘ইন্ডিয়া’ জোটের স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ভোটের রণকৌশল স্থির হওয়ার আগেই জোটে ফাটল ধরল বলে কটাক্ষ করেন সমালোচকেরা। তবে আপাতত আপ সুপ্রিমো সেই সমালোচনার পাল্টা জবাব দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার মুম্বইয়ের বৈঠকে কী আলোচনা হয়, দিল্লির আসন নিয়ে কংগ্রেস-আপ দ্বন্দ্ব ঘোচে কিনা সেটাই দেখার।

সূত্রের খবর, কংগ্রেসের সমর্থনে শিবসেনা এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের নেতৃত্বে মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের আয়োজন করা হয়েছে। এই তিনটি দল যৌথভাবে মহা বিকাশ আগাদি জোট নামে পরিচিত। এই বৈঠকে কংগ্রেস, এনসিপি, শিবসেনার পাশাপাশি তৃণমূল কংগ্রেস, জেডি(ইউ), এসপি, সিপিআই(এম), সিপিআই, আরজেডি, জেএমম-সহ জোটের অংশীদারী ২৬ দলের প্রতিনিধিরাই যোগ দেবেন। এনডিএ-কে ঠেকাতে আগামী দিনের রণকৌশল স্থির হওয়ার পাশাপাশি এই বৈঠকে জোটের লোগো স্থির হবে বলে সূত্রের খবর।