
নয়া দিল্লি: দু’জনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল মার্চ মাসে। এক রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরোচ্ছিলেন তাঁরা। জল্পনা-গুঞ্জন শুরু হয়েছিল সেই সময় থেকেই। কিন্তু সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। কয়েক মাস ধরে চলা যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার বাগদান সেরে ফেললেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। দিল্লির কপূরথালায় রাঘব চাড্ডার বাড়িতেই বাগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাগদানের অনুষ্ঠানে প্রায় ১৫০ জন আমন্ত্রিত ছিলেন। হবু দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালও (Arvind Kejriwal)। বাগদানের ছবি পোস্ট করে তিনি টুইটারেও শুভেচ্ছা জানান। রাঘব-পরিণীতির জুটিকে “সুন্দর জুটি” বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী কেজরীবাল।
শনিবার রাতে রাঘব চাড্ডার বাড়িতে বসেছিল অনুষ্ঠান আসর। অনুষ্ঠানের একদিন আগেই দেখা গিয়েছিল রঙ্গোলি ও ফুল-আলোর সাজে সেজে উঠেছিল গোটা বাড়ি। শনিবারই সকালে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও আসেন। সম্পর্কে তিনি পরিণীতির পিসতুতো দিদি হন।
ज़िंदगी के इस नए सफ़र की शुरुआत पर आप दोनों को बहुत-बहुत शुभकामनाएँ। ईश्वर आप दोनों को हमेशा खुश रखें। भगवान की बनाई आपकी ये ख़ूबसूरत जोड़ी सदा बनी रहे। https://t.co/4OBirh3QUd pic.twitter.com/Aa0OPzLXAA
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 13, 2023
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। তাঁর দলের সাংসদের বাগদান অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন তিনি। অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি বলেন, “ঈশ্বরের তৈরি করা এই জুটি যেন সর্বদা বজায় থাকে”। কেজরীবাল যে ছবিগুলি পোস্ট করেছেন, তাতে দেখা যায়, অরবিন্দ কেজরীবালকে জড়িয়ে রয়েছেন রাঘব চাড্ডা। অপর একটি ছবিতে দেখা যায়, রাঘব ও পরিণীতির পাশে দাঁড়িয়ে রয়েছেন অরবিন্দ কেজরীবাল। বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেও দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাও হয়।
এদিকে, বাগদানের দিনও নিজের কাজ ভোলেননি রাঘব চাড্ডা। বরং পঞ্জাবে উপনির্বাচনে জয় আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলেই জানান তিনি। গতকালই পঞ্জাবে লোকসভার একটি আসনে উপনির্বাচনের ফল প্রকাশের দিন ছিল। সেই নির্বাচনে আম আদমি পার্টির সুশীল রিঙ্কু ৫৮ হাজার ভোটে জয়ী হন। আপ প্রার্থীর এই জয়ের খবর টুইট করেন রাঘব চাড্ডা। সেই টুইটে তিনি লেখেন, “জলন্ধরবাসীর জন্য আজকের দিনটি আরও বিশেষ ও স্মরণীয় হয়ে উঠল।”
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ছাড়াও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কংগ্রেস নেতা পি চিদাম্বরম, শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদানের অনুষ্ঠানে এসেছিলেন।