Raghav Chadha: ১১৫ দিন রাজ্যসভা থেকে রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার, চেয়ারম্যানকে ধন্যবাদ আপ সাংসদের

Rajya Sabha: আপ সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হল। আজ, সোমবার, শীতকালীন অধিবেশনের প্রথম দিনই রাঘব চাড্ডার সাসপেনশন অর্ডার তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। আগামিকাল থেকেই রাঘব চাড্ডাকে সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Raghav Chadha: ১১৫ দিন রাজ্যসভা থেকে রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার, চেয়ারম্যানকে ধন্যবাদ আপ সাংসদের
আপ সাংসদ রাঘব চাড্ডা। ফাইল ছবি।Image Credit source: ANI

| Edited By: Sukla Bhattacharjee

Dec 04, 2023 | 3:10 PM

নয়া দিল্লি: ১১৫ দিন পর অবশেষে মিলল স্বস্তি। আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হল। আজ, সোমবার, শীতকালীন অধিবেশনের প্রথম দিনই রাঘব চাড্ডার সাসপেনশন অর্ডার তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। আগামিকাল থেকেই রাঘব চাড্ডাকে সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিন সাসপেনশন প্রত্যাহার হওয়ায় সুপ্রিম কোর্ট ও রাজ্যসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন আপ সাংসদ। তিনি বলেন, “১১ অগাস্ট আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম। সাসপেনশন প্রত্যাহারের জন্য আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেছিল এবং আজ, ১১৫ দিন পর আমার সাসপেনশন প্রত্যাহার করা হল। আমি খুশি। এর জন্য সুপ্রিম কোর্ট এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রসঙ্গত, দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে একটি প্রস্তাবে পাঁচ সাংসদের স্বাক্ষর নকল করার অভিযোগ উঠেছিল রাঘব চাড্ডার বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য অভিযোগটি অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠান রাজ্যসভার চেয়ারম্যান। এরপরই যতদিন অবধি প্রিভিলেজ কমিটি তাদের রিপোর্ট জমা দিচ্ছে না, ততদিন পর্যন্ত রাঘব চাড্ডা রাজ্যসভা থেকে সাসপেন্ড থাকবেন বলে জানানো হয়।