Swati Maliwal: অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করলেন লাঞ্ছিত আপ সাংসদ স্বাতী মালিওয়াল

May 16, 2024 | 8:31 PM

Swati Maliwal Case: বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে লাঞ্ছনার মামলা দায়ের করলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল। এর কয়েক ঘণ্টা আগেই তাঁর বাসভবনে তদন্ত করতে গিয়েছিল দিল্লি পুলিশ।

Swati Maliwal: অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করলেন লাঞ্ছিত আপ সাংসদ স্বাতী মালিওয়াল
স্বাতী মালিওয়াল
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: অবশেষে,বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে লাঞ্ছনার মামলা দায়ের করলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল। এর কয়েক ঘণ্টা আগেই তাঁর বাসভবনে তদন্ত করতে গিয়েছিল দিল্লি পুলিশ। ঘটনার বিষয়ে তাঁর বয়ান নথিবদ্ধ করে পুলিশ। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলেন। বুধবার সকালে, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনেই তাঁকে হেনস্থা করেন বিভাব কুমার বলে অভিযোগ। সেই সময় ফোনে পুলিশকে বিষয়টি জানালেও, কোনও অভিযোগ দায়ের করেননি দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান। এদিন, বিভাব কুমারকে এই অভিযোগের প্রেক্ষিতে ডেকে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশনও।

এদিন, জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে অরবিন্দ কেজরীবালের কার্যালয়ে একট চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শুক্রবার (১৭ মে) বেলা ১১ টায় কমিশনে হাজিরা দিতে হবে বিভাব কুমারকে। কমিশন আরও জানিয়েছে, স্বতঃপ্রণোদিতভাবেই এই মামলা দায়ের করেছে তারা। বিষয়টি জানিয়ে কমিশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করা হয়েছে। এদিকে এদিন, দিল্লি পুলিশের স্পেশাল সেলের অতিরিক্ত কমিশনার একজন মহিলা অতিরিক্ত ডিসিপি-কে নিয়ে স্বাতী মালিওয়ালের বাড়িতে যান। প্রায় চার ঘন্টা তাঁরা স্বাতী মালিওয়ালের বাড়িতে ছিলেন। দিল্লি বিজেপি মহিলা মোর্চার সভাপতি, রিচা পান্ডে মিশ্রও, একটি চিঠি লিখে ঘটনার সম্পূর্ণ বিবরণ পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন স্বাতি মালিওয়ালকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভাব কুমার দিল্লির মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। গত মাসেই, দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় তাঁকে জেরা করেছে ইডি। দিল্লির জল বোর্ড দুর্নীতি মামলাতেও অভিযুক্তের তালিকায় নাম রয়েছে তাঁর। গত ফেব্রুয়ারি মাসে, বিভাব কুমার এবং আপ বিধায়ক এনডি গুপ্তর সঙ্গে জড়িত ১২ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। দিল্লি পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কেজরীবালের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন স্বাতী। কিন্তু, কেজরীবাল সকাল ১০টা থেকে বৈঠক শুরু করেন। তাছাড়া, ওই দিন তাঁর অন্য কর্মসূচিও ছিল। বিভাব কুমার স্বাতীকে জানিয়েছিলেন, কেজরীবালের সঙ্গে দেখা হবে না। এই নিয়ে বচসার মধ্যেই, স্বাতীকে শারীরিক নিগ্রহ করেন বিভাব, এমনটাই অভিযোগ। আপের পক্ষ থেকে সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দাযোগ্য। অরবিন্দ কেজরীবালও এই ঘটনার প্রেক্ষিতে বিভাব কুমারের উপর অত্যন্ত রেগে আছেন।

 

Next Article