Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AAP on CBI’s Summon: ‘বিজেপি ভয় পেয়েছে’, সিসোদিয়াকে সিবিআই ডাকতেই গেরুয়া শিবিরকে আক্রমণ আপের

AAP on CBI's Summon: দিল্লির উপমুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। তারপর আপের তরফে বলা হয়েছে, 'বিজেপি ভয় পেয়েছে।'

AAP on CBI's Summon: 'বিজেপি ভয় পেয়েছে', সিসোদিয়াকে সিবিআই ডাকতেই গেরুয়া শিবিরকে আক্রমণ আপের
ফাইল ছবি (সৌজন্যে:PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2022 | 6:42 PM

নয়া দিল্লি: দিল্লির নয়া আবগারি নীতি মামলায় আরেকটু চাপ বাড়ল দিল্লির উপমুখ্যমন্ত্রীর মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। এই মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে বলে সমন পাঠানো হয়েছে সিসোদিয়ার কাছে। আগামিকাল সকালল ১১ টায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা। উপমুখ্যমন্ত্রী সমন পাওয়ার পরই সাংবাদিক সম্মলনে করা হয় আম আদমি পার্টির তরফে। সেই সম্মেলনে আপের বর্ষীয়ান নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন, আগামিকালই সিসোদিয়াকে গ্রেফতার করা হবে। তিনি আরও দাবি করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নতুন করে এই সমন পাঠানোর পিছনে গুজরাটের বিধানসভা নির্বাচন জড়িত রয়েছে।

তিনি বলেছেন, ‘বিজেপি ভয় পেয়েছে।’ এদিকে সিবিআই-র চিঠি পাওয়ার পরই টুইটে এই বিষয়ে জানিয়েছেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি টুইটে জানিয়েছেন, এর আগেও তাঁর বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই। এছাড়াও তাঁর ব্যাঙ্কের লকার ও গ্রামে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি সিবিআই। তবে এদিনের সমনের ভিত্তিতেই তিনি আগামিকাল সিবিআই-র দফতরে যাবেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এদিকে সিসোদিয়াকে সমর্থন করে আপ প্রধান অরবিন্দ কেজরীবাল টুইটারে লিখেছেন,’জেলের গরাদ ও ফাঁসি ভগৎ সিংয়কে তাঁর দৃঢ় সঙ্কল্প থেকে সরাতে পারেনি। এটা স্বাধীনতার দ্বিতীয় লড়াই। মণীশ ও সত্যেন্দ্র আজকের ভগৎ সিং।’

প্রসঙ্গত, দিল্লির নয়া আবগারি দুর্নীতি নিয়ে এর আগে অগাস্ট মাসে সিসোদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। তবে সেই অভিযান থেকে কিছু পাওয়া যায়নি বলে দাবি আপের। আর এই নিয়ে তদন্ত শুরু হওয়ার পর থেকেই দিল্লির শাসক দলের তরফে দাবি করা হয়েছে, নয়া আবগারি নীতি নিয়ে কোনও দুর্নীতি হয়নি। আপের তরফে অভিযোগ করা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই সিসোদিয়াকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।