
নয়া দিল্লি: বারবার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে। এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কিষেন কওলের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আইনজীবী হিসেবে আগামী সোমবারই এই মামলার শুনানির আর্জি জানিয়েছেন কপিল সিব্বাল।
কয়লা পাচার মামলায় নাম জড়ানোয় কেন্দ্রীয় সংস্থার আতস কাচের নীচে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, শ্যালিকা মেনকা গম্ভীরকেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বাধা এসেছে।
সম্প্রতি বিদেশ যাত্রার আগে বিমানবন্দরেই আটকানো হয় রুজিরাকে। দুবাই যাওয়ার বিমান ধরার কথা ছিল তাঁর। কিন্তু অভিবাসন দফতরের কর্তারা তাঁকে আটকান। তাঁদের যুক্তি ছিল, যেহেতু একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটস জারি করা হয়েছে, তাই তিনি বিদেশ যেতে পারবেন না। তারপরই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে অস্ত্রোপচারের জন্য বিদেশ যাওয়ার সময় আদালতের অনুমতি নিয়ে যেতে হয়েছিল। গত বছরের সেপ্টেম্ব মাসে ব্যাঙ্কক যাওয়ার বিমানে উঠতে পারেননি অভিষেকের শ্যালিকা মেনকা। সে সময়ও অভিবাসন দফতরের কর্তাকা তাঁকে আটকেছিলেন। পরপর এমন ঘটনায় অভিষেক যে আবারও আদালতের দ্বারস্থ হবেন, সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। সূত্রের খবর, ইডি-র ওই মামলায় আগেই সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক ও রুজিরা। সে ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা থাকার কথা নয়।
কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরা কেন্দ্রীয় সংস্থার অফিসে হাজিরাও দিয়েছেন একাধিকবার। সম্প্রতি রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে।