India’s Population: জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত! কী বলছে পরিসংখ্যান?

India's Population: পরিসংখ্যান অনুযায়ী, জনসংখ্যা কমেছে চিনের। এক্ষেত্রে ইতিমধ্যেই ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশ হয়ে উঠেছে বলে জানা WPE-র রিপোর্টে দেখা গিয়েছে।

Indias Population: জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত! কী বলছে পরিসংখ্যান?
প্রতীকী ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Jan 18, 2023 | 8:06 PM

নয়া দিল্লি: এতদিন বিশ্বের সবথেকে জনবহুল দেশ ছিল চিন (China)। ২০২১ সাল অবধি সেটাই ধ্রুব সত্য ছিল। তবে গতকালই বেজিংয়ের (Beijing) ন্য়াশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স (NBS)-র তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে চিনে কমেছে জনসংখ্যা। ছয় দশকে এই প্রথম জিনপিংয়ের দেশে জনসংখ্যায় পতন দেখা গিয়েছে। ২০২২ সালের শেষে চিনের মোট জনসংখ্যা ১৪১ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার চিনের জনসংখ্যার এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে জনসংখ্যার নিরিখে চিনকে কি ছাপিয়ে গিয়েছে ভারত (India)?

মনে করা হচ্ছে ইতিমধ্যেই চিনের জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ভারতের জনসংখ্যা। আর বিশ্বের সবথেকে জনবহুল দেশের তালিকায় নিজের নাম করে নিয়েছে ভারত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (World Population Review) অনুযায়ী, ২০২২ সালের শেষে ভারতের মোট জনসংখ্য়া ১৪১.৭ কোটি। সেখানে ২০২২ সালের শেষে চিনের জনসংখ্য়া ১৪১.২ কোটি। অর্থাৎ, চিনের থেকে ৫০ লক্ষ বেশি ভারতের জনসংখ্যা। অর্থাৎ, জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গেল ভারত।

আগামী দিনে ভারত ও চিনের মধ্যে এই জনসংখ্যার ব্যবধান বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে জনসংখ্যা বাড়লেও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, চিনের পাশাপাশি ভারতেও কমেছে জন্মহার। ২০৫০ সাল অবধি চিন ও ভারতের মধ্যে জনসংখ্যার ব্যবধান বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে তা সম্ভব হয়নি। তাই সরকারের তরফে দেশের মোট জনসংখ্যা নিয়ে কোনও পরিসংখ্যান সামনে আসেনি।