Yogi Adityanath: প্রেমিকার বাবাকে ফাঁসাতেই নাকি মুখ্যমন্ত্রী যোগীকে খুনের হুমকি দেয় কিশোর!

Death Threat to UP CM: গত ২৩ এপ্রিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তদন্তে নেমে আমিন নামের এক কিশোরকে গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ। সে জানিয়েছে, প্রেমিকার বাবাকে ফাঁসাতেই তাঁর ফোন থেকে এই মেসেজ পাঠিয়েছে সে।

Yogi Adityanath: প্রেমিকার বাবাকে ফাঁসাতেই নাকি মুখ্যমন্ত্রী যোগীকে খুনের হুমকি দেয় কিশোর!
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

| Edited By: অঙ্কিতা পাল

Apr 26, 2023 | 2:07 PM

লখনউ: উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী (CM) যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নামে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ২৩ এপ্রিল (রবিবার) উত্তর প্রদেশের পুলিশের এমার্জেন্সি নম্বর ১১২ তে মেসেজ আসে, “শিগগির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে খুন করব।” তারপরই রাতারাতি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় যোগীর। শুরু হয় বার্তা প্রেরকের খোঁজ। লখনউয়ে সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মামলা দায়ের করে শুরু হয় তদন্ত। আর এই তদন্তে নেমেই চোখ কপালে ওঠার জোগাড় উত্তর প্রদেশ পুলিশের।

যোগীর নামে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই শুরু হয় তদন্ত। তারপরই আমিন নামের ১৯ বছরের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সামনে এসেছে আসল রহস্য। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে খুন করার কোনও অভিঃসন্ধিই ছিল না তার। শুধুমাত্র নিজের প্রেমিকার বাবাকে ফাঁসাতে চেয়েছিল ওই কিশোর। তাই তাঁর বাবার ফোন চুরি করে সেই সিম কার্ড ব্যবহার করে যোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া ওই মেসেজ পাঠায় আমিন। সংবাদ সংস্থা পিটিআই-কে অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ) অঙ্কিতা শর্মা জানিয়েছেন, বেগমপূর্ব থেকে আমিনকে গ্রেফতার করা হয়েছে। মেসেজ পাঠানোর জন্য ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পেশায় ই-রিক্সো চালক আমিনের প্রেমিকার বাবা। জানা গিয়েছে, আমিনের সঙ্গে মেয়ের সম্পর্কে খুশি ছিলেন না তিনি। তাই প্রেমিকার বাবাকে ফাঁসানোর পরিকল্পনা ফাঁদে সে। আর শেষ পর্যন্ত তাঁর ফোন থেকে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাই মাথাতে আসে তার। তাই ফোনটি চুরিও করে সে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করে নিয়েছে, ফোন চুরির পর ওই সিম ব্যবহার করেই ১১২ তে মেসেজ পাঠায় সে নিজেই। তার এক প্রতিবেশীও পুলিশি জেরায় স্বীকার করেছে, প্রেমিকার বাবাকে ফাঁসাতেই সে ওই হুমকি মেসেজ পাঠিয়েছে। এদিকে তার প্রেমিকার বাবাও পুলিশকে জানিয়েছে, ১০ দিন আগে তাঁর মোবাইলটি চুরি হয়ে যায়। লখনউতে সুশান্ত গলফ পুলিশ স্টেশনে ওই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ও ৫০৭ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেরল সফরের আগেই তাঁর নাম করে প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠি আসে কেরল বিজেপির কার্যালয়ে। তদন্তে জানা যায়, এক প্রতিবেশীকে ফাঁসানোর জন্য তাঁর নামে চিঠি পাঠিয়েছিলেন অন্য আরেক ব্যক্তি। তেমনটাই ঘটল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ক্ষেত্রেও।