COVID-19: ২৪ ঘণ্টায় করোনায় ৭ মৃত্যু! নতুন এই উপসর্গগুলিতেই ধোঁকা খাচ্ছেন সাধারণ মানুষ

COVID-19 Symptoms: গত একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লি ও গুজরাট থেকে। দুই রাজ্যেই নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। উত্তর প্রদেশে ৬৩ জন এবং পশ্চিমবঙ্গে ৬০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

COVID-19: ২৪ ঘণ্টায় করোনায় ৭ মৃত্যু! নতুন এই উপসর্গগুলিতেই ধোঁকা খাচ্ছেন সাধারণ মানুষ
ফাইল চিত্র।Image Credit source: Varuth Pongsapipatt/SOPA Images/LightRocket via Getty Images

|

Jun 04, 2025 | 1:42 PM

নয়া দিল্লি: দেশে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। দেখতে দেখতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করেছে। একদিনেই সংক্রমিতের সংখ্যা বেড়েছে ২৭৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩০২-এ।

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭ জনের। কেবল মহারাষ্ট্রেই ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটেও একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪-এ।

গত একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লি ও গুজরাট থেকে। দুই রাজ্যেই নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। উত্তর প্রদেশে ৬৩ জন এবং পশ্চিমবঙ্গে ৬০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে মক ড্রিল চালানোর নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে এবারের সংক্রমণে এই উপসর্গগুলির উপরে নজর রাখতে বলা হয়েছে। এগুলি হল

  • শ্বাসকষ্ট
  • বুকে ব্যথা
  • ঝিঁমুনি ভাব
  • রক্তচাপ কম
  • কাশির সঙ্গে রক্তপাত
  • হাত বা ত্বক নীল হয়ে যাওয়া

শিশুদের ক্ষেত্রে-

  • ঝিঁমুনি
  • টানা জ্বর থাকা
  • খেতে সমস্যা
  • শ্বাসকষ্ট