Prakash Raj: স্বস্তিতে অভিনেতা প্রকাশ রাজ, ১০০ কোটি টাকার কেলেঙ্কারি মামলায় ক্লিনচিট ED-র

Prakash Raj: ইডি সাফ জানিয়েছে, তামিলনাড়ুর প্রণব জুয়েলার্স পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই জড়িত নন এই দক্ষিণী অভিনেতা তথা সমাজকর্মী। এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ।

Prakash Raj: স্বস্তিতে অভিনেতা প্রকাশ রাজ, ১০০ কোটি টাকার কেলেঙ্কারি মামলায় ক্লিনচিট ED-র
ইডির নজরে এবার প্রকাশ রাজImage Credit source: TV9 Bangla

Dec 17, 2023 | 10:16 AM

নয়া দিল্লি: স্বস্তিতে অভিনেতা প্রকাশ রাজ। ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় তাঁকে ক্লিনচিট দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি সাফ জানিয়েছে, তামিলনাড়ুর প্রণব জুয়েলার্স পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই জড়িত নন এই দক্ষিণী অভিনেতা তথা সমাজকর্মী। এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ। ২০ নভেম্বর, তহবল তছরুপ প্রতিরোধ আইনের আওতায়, প্রণব জুয়েলার্স নামে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক সংস্থার বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল ইডি। এরপরই তদন্তের স্বার্থে সমন পাঠানো হয়েছিল প্রকাশ রাজকে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে