Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন কমল হাসান, ২৪-র আগে ইউপিএ জোটে আসার ইঙ্গিত?
Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন কমল হাসান। তাঁকে এদিন রাহুল গান্ধীর পাশে হাঁটতে দেখা যায়।
নয়া দিল্লি: তারকা খচিত কংগ্রেসের (Congress) জন সংযোগ যাত্রা। কন্যাকুমারী থেকে দিল্লি পর্যন্ত কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রায়’ একাধিক তারকা অংশ নিয়েছেন। বলি তারকা স্বরা ভাস্কর, পূজা ভাট, সুশান্ত সিং থেকে শুরু করে রিয়া সেন, অমোল পালেকরের মতো ব্যক্তিত্বরা এই যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়েছিলেন। ভারত জোড়ো যাত্রার এই তারকাখচিত ছবি রাজধানীর উপকণ্ঠে এসে এতটুকু বদলায়নি। অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপান্তরিত মাক্কাল নিধি মাইয়াম (MNM) নেতা কমল হাসান (Kamal Haasan) শনিবার ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। এদিন রাজধানীর রাজপথে রাহুল গান্ধীর পাশেই তাঁকে হাঁটতে দেখা গিয়েছে।
দিল্লির এই ছবি থেকে বিরোধী জোটের একটা সম্ভাবনার ছবিও ফুটে উঠেছে। এমএনএম সূত্রে আগেই জানা গিয়েছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ইউপিএ তে কমল হাসানের দলের প্রবেশের সূচনা হতে পারে। এদিকে আজ দিল্লির রাজপথে গোটা গান্ধী পরিবারকে একযোগে এই যাত্রায় পা মেলাতে দেখা গিয়েছে। এদিন রাহুল গান্ধীর পাশেই তাঁর মা সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী,তাঁর স্বামী রবার্ট বঢড়া ও তাঁদের সন্তানকে হাঁটতে দেখা গিয়েছে।
সনিয়া গান্ধী ও তাঁর পরিবারের বাকি সদস্যরা আশ্রম চক পর্যন্ত স্বল্প দূরত্বই রাহুলের পাশে হাঁটেন। এই নিয়ে দ্বিতীয়বার ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন সনিয়া। গত অক্টোবরে কর্নাটকে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন তিনি। সেই সময় সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিতেও দেখা গিয়েছিল রাহুলকে। এবার মাস্ক পরে গোটা পরিবার নিয়ে যাত্রায় অংশ নিলেন সনিয়া। এদিন রাহুল গান্ধী তাঁর মায়ের সঙ্গে আলিঙ্গনের ছবি টুইটারে শেয়ার করে লেখেন, ‘তাঁর কাছ থেকে আমি যে ভালবাসা পেয়েছি আমি দেশের সঙ্গে তা ভাগ করে নিচ্ছি।’