অভিনেত্রী হুমা কুরেশীর ভাইকে প্রকাশ্যে কুপিয়ে খুন! কীসের আক্রোশে এই কাণ্ড?

Crime: আসিফের উপরে হামলা চালানো হয়, তাঁকে ব্যাপক মারধর করা হয়। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় আসিফকে। পরে সঙ্কটজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেত্রী হুমা কুরেশীর ভাইকে প্রকাশ্যে কুপিয়ে খুন! কীসের আক্রোশে এই কাণ্ড?
হুমা কুরেশীর খুড়তুতো ভাই খুন।Image Credit source: X

|

Aug 08, 2025 | 7:38 AM

নয়া দিল্লি: অভিনেত্রী হুমা কুরেশীর ভাইকে খুন। রাজধানী দিল্লির বুকে ঘটেছে এই ঘটনা। গোটা ঘটনায় স্তম্ভিত সকলে। শোকস্তব্ধ অভিনেত্রীও।

জানা গিয়েছে, হুমা কুরেশীর খুড়তুতো ভাই আসিফ কুরেশী বৃহস্পতিবার রাতে খুন হন। দিল্লির নিজামুদ্দিন এলাকায় রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাইক রাখা নিয়ে বচসার জেরেই এই হত্যা। আসিফের বাড়ির গেটের কাছে বাইক রেখেছিলেন এক ব্যক্তি। সেই বাইক সরাতে বলায়, তা নিয়েই কয়েকজন ব্যক্তির সঙ্গে বচসা লাগে। এরপরই আসিফের উপরে হামলা চালানো হয়, তাঁকে ব্যাপক মারধর করা হয়। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় আসিফকে।

পরে সঙ্কটজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

আসিফের স্ত্রী সাইনাজ কুরেশী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত এর আগেও পার্কিং নিয়ে ঝামেলা করেছে। বৃহস্পতিবার আসিফ কাজ থেকে বাড়ি ফিরে দেখেন যে সদর দরজার সামনেই বাইক রাখা। বাইক সরাতে বললে প্রতিবেশীর সঙ্গে বচসা লেগে যায়। এরপরই তারা ধারাল অস্ত্র দিয়ে কোপায় আসিফকে।