Adi Karmayogi Abhiyan in Dehradun-Bhubaneswar: আদিবাসী সমাজের ভোল বদলাচ্ছে ‘আদি কর্মযোগী’ মিশন, দেরাদুন-ভুবনেশ্বরে তৈরি হয়ে গেল আঞ্চলিক ল্যাব

Adi Karmayogi Abhiyan in Dehradun-Bhubaneswar: দেরাদুনে যে ল্যাব চালু হল সেখানে উত্তরাখণ্ড তো বটেই, পাশাপাশি হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশের স্টেট মাস্টার প্রশিক্ষকদের (SMTs) ট্রেনিং দেওয়া হবে। তাঁরা ছড়িয়ে যাবেন জেলায় জেলায়।

Adi Karmayogi Abhiyan in Dehradun-Bhubaneswar: আদিবাসী সমাজের ভোল বদলাচ্ছে আদি কর্মযোগী মিশন, দেরাদুন-ভুবনেশ্বরে তৈরি হয়ে গেল আঞ্চলিক ল্যাব
আদি কর্মযোগী অভিযান

| Edited By: জয়দীপ দাস

Aug 01, 2025 | 9:26 PM

নয়া দিল্লি: ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে কেন্দ্র সরকার। বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে আদিবাসী বিষয়ক মন্ত্রক। কর্মযজ্ঞটা চলছিল অনেকদিন থেকেই। এবার ‘আদি কর্মযোগী’ অভিযানের অধীনে উত্তরাখণ্ডের দেরাদুনে তৃতীয় রিজিওনাল প্রসেস ল্যাব(আরপিএল) কর্মসূচি চালু করল। একইসঙ্গে চতুর্থ রিজিওনাল প্রসেস ল্যাব চালু হল ওড়িশার ভুবনেশ্বরে। 

এই নতুন কর্মসূচির হাত ধরে আদিবাসী সমাজের এক্কেবারে তৃণমূল স্তর থেকে ২০ লক্ষ কর্মীর একটি ক্যাডার তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় জনকল্যাণমূলক কাজে সহায়তা করাই হবে তাঁদের মূল কাজ। এলাকারই উন্নয়নের রাস্তা আরও প্রশস্ত করাই হবে যাঁদের মূল লক্ষ্য। 

দেরাদুনে যে ল্যাব চালু হল সেখানে উত্তরাখণ্ড তো বটেই, পাশাপাশি হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশের স্টেট মাস্টার প্রশিক্ষকদের (SMTs) ট্রেনিং দেওয়া হবে। তাঁরা ছড়িয়ে যাবেন জেলায় জেলায়। PM-JANMAN এবং DAJGUA-এর মতো প্রকল্পের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে এই প্রকল্প। আরও বেশি মাত্রায় সরকারি প্রকল্পের সঙ্গে যাতে আদিবাসী সমাজকে যুক্ত করা যায় সেই লক্ষ্য নিয়েই চলছে কাজ।

অন্যদিকে ভুবনেশ্বরের অনুষ্ঠানে এদিন ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা থেকে ২৫ জন অংশগ্রহণকারীর একটি দল অংশগ্রহণ করে। আয়োজকের ভূমিকায় ছিল ভারত রুরাল লাইভলিহুডস ফাউন্ডেশন (BRLF)। এখানের ল্যাবে প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্য মাস্টার প্রশিক্ষকরা (SMTs) রাজ্য এবং জেলা ল্যাবগুলির নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আদিবাসী বিষয়ক মন্ত্রক সচিব বিভু নায়ার। ভার্চুয়ালি ভাষণও দেন। তাঁর দাবি, এই গোটা উদ্যোগই, গোটা কর্মকাণ্ডই আদিবাসী উন্নয়নে দেশের বুকে বড় ছাপ রাখতে চলেছে।