African Union: G-20 তে স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন, ‘মাইলস্টোন’ বলে বর্ণনা ভারতের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 09, 2023 | 2:19 PM

African Union: আজ ভারতের জি ২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সব সদস্যের সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নকে জি ২০-র স্থায়ী সদস্য করা হচ্ছে।

African Union: G-20 তে স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন, মাইলস্টোন বলে বর্ণনা ভারতের
আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিকে অভ্যর্থনা মোদীর
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র নিয়েই জি ২০ শীর্ষ সম্মেলন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথমবার ভারত এই সম্মেলনের সভাপতিত্ব করছে। শনিবার থেকে সেই সম্মেলন শুরু হয়েছে রাজধানী শহর দিল্লিতে। এদিন সম্মেলনের শুরুতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আফ্রিকান ইউনিয়নকে জি ২০-র স্থায়ী সদস্য করা হল। সব সদস্য দেসের সমর্থন নিয়েই এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এরপরই প্রধানমন্ত্রী দফতরের তরফ থেকে টুইট করে এই ঘটনাকে ‘মাইলস্টোন’ বলে উল্লেখ করা হয়েছে। সব সদস্য মিলে বিশ্ব জুড়ে তৈরি হওয়া বিশ্বাসের সঙ্কট কাটাতে হবে বলেও বার্তা দিয়েছেন মোদী।

এদিন নরেন্দ্র মোদী জানিয়েছেন, আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য করার প্রস্তাব দিয়েছিল ভারত। সব দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। এরপরই তিনি আফ্রিকান ইউনিয়মের প্রেসিডেন্ট আজালি আসোমানিকে আসন গ্রহণ করতে বলেন। মোদী নিজে চেয়ার ছেড়ে উঠে গিয়ে নির্ধারিত জায়গায় পৌঁছে দেন তাঁকে। মোদী উল্লেখ করেন, বিশ্বের দক্ষিণ দিকে থাকা দেশগুলির কথা শোনা হয় না অনেক সময়েই। সে কারণেই ভারত এই প্রস্তাব দিয়েছিল।

মোট ৫৫টি সদস্য স্টেটকে নিয়ে এই আফ্রিকান ইউনিয়ন তৈরি, যা মূলত আফ্রিকার দেশগুলির প্রতিনিধিত্ব করে। তবে কূটনীতিকরা বলছেন, আফ্রিকান ইউনিয়ন যুক্ত হলেও জি-২০ নামটি বদলে যাবে না। পিএমও-র তরফে টুইটে লেখা হয়েছে, আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ প্রাপ্তি জি ২০ সম্মেলনের জন্য একটা মাইলস্টোন।

Next Article