ভুবনেশ্বর: অপেক্ষার অবসান হল অবশেষে। খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা (Puri Jagannath Temple Ratna Bhandar)। ৪৬ বছর পর আজ, রবিবার খুলল রত্ন ভাণ্ডারের দরজা। শুভ তিথি মেনে দুপুর ১টা ২৮ মিনিটে পুরী মন্দিরের ভিতরে অবস্থিত রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়। এই খবর পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি।
আদালতের নির্দেশের পরও, বিভিন্ন টানাপোড়েনের কারণে খোলা যাচ্ছিল না পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। সম্প্রতিই রাজ্য সরকারের তরফে জানানো হয়, ১৪ জুলাই রত্ন ভাণ্ডারের দরজা খোলা হবে। রত্ন ভাণ্ডারের ভিতরে কী কী রয়েছে, তা পরীক্ষা করার জন্য ১১ সদস্যের একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। এই ১১ সদস্যই রত্ন ভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছেন।
এই ১১ সদস্যের টিমে রয়েছেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ, শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি, এএসআই সুপারিন্টেন্ডেন্ট ডিবি গদানায়ক ও পুরীর গজপতি মহারাজার পরিবারের এক সদস্য।
#WATCH | Odisha | Ratna Bhandar of Sri Jagannath Temple in Puri re-opened today after 46 years.
Visuals from outside Shri Jagannath Temple. pic.twitter.com/BzK3tfJgcA
— ANI (@ANI) July 14, 2024
রত্ন ভাণ্ডারের চারপাশ ঘিরে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। পুরী মন্দির সূত্রে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, রত্ন ভাণ্ডারের বাইরের চেম্বারটি খোলা হয়েছে। আনা হয়েছে বিশেষ বাক্স। জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর যে গহনা-গাটি রয়েছে, তা ওই বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে রাখা হবে। এই স্ট্রং রুমে বাইরের কেউ ঢুকতে পারবেন না। নিরাপত্তার জন্য মন্দিরের বাইরেও মোতায়েন করা হয়েছে র্য়াফ।
#WATCH | Odisha: RAF personnel deployed outside Shri Jagannath Temple in Puri as Ratna Bhandar of Sri Jagannath Temple re-opened today after 46 years. pic.twitter.com/3RA7nLbRnr
— ANI (@ANI) July 14, 2024
জানা গিয়েছে, আজ শুধু রত্ন ভাণ্ডারের পরীক্ষা করা হবে। আগামিকাল রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি খোলার চেষ্টা করা হবে। তারপরই জানা যাবে, রত্ন ভাণ্ডারের ভিতরে কী কী রয়েছে। এত বছর ধরে রত্ন ভাণ্ডার ঘিরে যে রহস্য় তৈরি হয়েছে, তারও উদঘাটন হবে।
মুখ্যমন্ত্রী মোহন মাঝি এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ প্রার্থনাও করেছেন। বলেছেন যে রত্ন ভাণ্ডার খোলার সৎ উদ্দেশ্য সফল হবে।
ଜୟ ଜଗନ୍ନାଥ
ହେ ମହାପ୍ରଭୁ!
ତୁମେ ଲୀଳାମୟ। ତୁମ ଇଚ୍ଛାରେ ଏ ସାରା ସଂସାର ଆତଯାତ ହେଉଛି। ତୁମେ ଓଡ଼ିଆ ଜାତିର ହୃତ୍ ସ୍ପନ୍ଦନ। ଓଡ଼ିଆ ଜାତିର ଅସ୍ମିତା ଓ ସ୍ବାଭିମାନର ଶ୍ରେଷ୍ଠ ପରିଚୟ।
ତୁମ ଇଚ୍ଛାରେ ଓଡ଼ିଆ ଜାତି ଆଜି ତାର ଅସ୍ମିତାର ପରିଚୟକୁ ନେଇ ଆଗକୁ ବଢ଼ିବାକୁ ଉଦ୍ୟମ ଆରମ୍ଭ କରିଛି। ତୁମ ଇଚ୍ଛାରେ ପ୍ରଥମେ ଶ୍ରୀମନ୍ଦିରର ଚାରି…
— CMO Odisha (@CMO_Odisha) July 14, 2024