
নয়াদিল্লি: স্বাধীনতার পর থেকে এই রাইসিনা হিলসের সাউথ ব্লকই ছিল ঠিকানা। প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতের জন্য মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ী, শিল্পপতি, সমাজের সকল গণ্য়মান্য ব্যক্তিদের আবেদন জানিয়ে আসতে হত এখানেই। কিন্তু ৭৯ তম বছরে সেটাও এবার বদলে যেতে চলেছে। নয়াদিল্লি বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের ঠিকানা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী মাসেই সাউথ ব্লক থেকে সরিয়ে নেওয়া হবে প্রধানমন্ত্রী দফতরকে। নিয়ে যাওয়া হবে ১০০ মিটার দূর এক্সিকিউটিভ এনক্লেভে। যা তৈরি হয়েছে সদ্য নির্মিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায়। সেখানেই এখন প্রধানমন্ত্রীর নতুন দফতর। তবে শুধুই প্রধানমন্ত্রী নয়, জানা গিয়েছে, মন্ত্রিসভা, নিরাপত্তা পরিষদের বিভিন্ন দফতরও রয়েছে সেখানেই।
জানা গিয়েছে, আগের অফিসের তুলনায় নতুন অফিসের আকার অনেকটাই বড়। অনেকটাই আধুনিক। তবে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তৈরি বিভিন্ন দফতর, রাস্তাগুলির নামকরণ হলেও, প্রধানমন্ত্রীর দফতরের নামকরণ এখনও চূড়ান্ত হয়নি। তবে জনসেবাকে প্রতিফলিত এমন কোনও নামের কথাই এই নতুন দফতরের জন্য ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।
চলতি মাসেই নতুন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনের মধ্যে প্রথম ভবন বা কর্তব্য ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্তব্য ভবনেই রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিস। রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও। কর্তব্য ভবনে আবার ৩টি ভবন নির্মাণ করা হবে। যার মধ্যে মোদী কর্তব্য ভবন-৩-র উদ্বোধন করেছেন। ২ ও ১ নং ভবনের কাজ শীঘ্রই শেষ হবে।