Manish Sisodia: CBI-র পর ED-র হাতেও গ্রেফতার সিসোদিয়া, জেলবন্দি রাখতেই প্রচেষ্টা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 10, 2023 | 6:44 AM

Delhi Excise Policy Scam: সিসোদিয়া ইতিমধ্যেই সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করেছেন। আজ তাঁর আবেদনের শুনানি রয়েছে। ঠিক একইদিনে অর্থাৎ আজ ইডিও মণীশ সিসোদিয়াকে আদালতে পেশ করা হবে।

Manish Sisodia: CBI-র পর ED-র হাতেও গ্রেফতার সিসোদিয়া, জেলবন্দি রাখতেই প্রচেষ্টা?
মণীশ সিসোদিয়া। ছবি সৌজন্যে: PTI

Follow Us

নয়া দিল্লি: আরও চাপ বাড়ল মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। সিবিআইয়ের (CBI) পর এবার ইডি(ED)-ও গ্রেফতার করল তাঁকে। বৃহস্পতিবারই জেলবন্দি আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, শুক্রবার বিশেষ আদালতে আবগারি নীতি দুর্নীতি মামলার (Delhi Excise Policy Scam) শুনানি হওয়ার কথা ছিল। ঠিক তার আগেই ইডির হাতেও সিসোদিয়া গ্রেফতার হওয়ায়, আজ তিনি সিবিআইয়ের মামলায় জামিন পেলেও, জেল থেকে মুক্তি পাবেন না।

দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় একসঙ্গে তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-ইডি ও সিবিআই। দীর্ঘ কয়েক মাস ধরে দফায় দফায় জেরা, তল্লাশির পর গত মাসে ২৬ তারিখ সিবিআই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে। এরপরই তিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে তিহাড় জেলই ঠিকানা হয়েছে আপ নেতার। আবগারি নীতি দুর্নীতি মামলার তদন্তেই বিগত দুই দিন ধরে ইডি জেলে গিয়েই জেরা করা হয় মণীশ সিসোদিয়াকে। এরপরই বৃহস্পতিবার সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি।

ইডির এই গ্রেফতারিতে মণীশ সিসোদিয়ার জন্য আবগারি নীতি দুর্নীতি মামলা আরও জটিল হয়ে উঠল। সিসোদিয়া ইতিমধ্যেই সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করেছেন। আজ তাঁর আবেদনের শুনানি রয়েছে। ঠিক একইদিনে অর্থাৎ আজ ইডিও মণীশ সিসোদিয়াকে আদালতে পেশ করা হবে। যদি আজ সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে মণীশ সিসোদিয়াকে জামিন দিয়েও দেয়, তবুও ইডির তরফে আদালতে পেশ করা হলে, জামিন না পাওয়ারই সম্ভাবনা বেশি।

ইডির গ্রেফতারির খবর পাওয়ার পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইট করে বলেন, “প্রথমে সিবিআই মণীশকে গ্রেফতার করল। সিবিআইয়ের কাছে কোনও প্রমাণ নেই, তল্লাশি অভিযানেও কোনও টাকা উদ্ধার হয়নি। আগামিকাল জামিনের শুনানি রয়েছে। মণীশ আগামিকালই জামিন পেয়ে যেত। সেই কারণেই আজ ইডি গ্রেফতার করল তাঁকে। এদের সকলের একটাই লক্ষ্য, যেভাবেই হোক মণীশকে জেলের ভিতরে রাখতে হবে, সেই জন্য প্রতি দিন ভুয়ো মামলা তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষ সব কিছু দেখছে। সাধারণ মানুষই এর জবাব দেবে।”

Next Article