PM Narendra Modi: ট্যারিফ নিয়ে নাম না করে ট্রাম্পকে জবাব মোদীর, জোর দিলেন ‘স্বদেশী’ পণ্যে

PM Narendra Modi: ট্রাম্পের নাম না নিয়েই প্রধানমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক অস্থিরতার পরিবেশ রয়েছে। প্রত্যেক দেশ নিজেদের স্বার্থে নজর দিচ্ছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হওয়ার পথে। ফলে অর্থনীতির দিক থেকে ভারতকে সতর্ক থাকতে হবে।"

PM Narendra Modi: ট্যারিফ নিয়ে নাম না করে ট্রাম্পকে জবাব মোদীর, জোর দিলেন স্বদেশী পণ্যে
বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

Aug 02, 2025 | 8:20 PM

বারাণসী: দিন চারেক আগেই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলে কটাক্ষ করেছেন। এবার ট্রাম্পের নাম না নিয়েই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বারাণসীর এক সভা থেকে প্রধানমন্ত্রী বললেন, খুব শীঘ্র বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে দেশের স্বার্থ রক্ষা করতে সতর্ক থাকতে হবে বলে তিনি জানালেন।

এদিন বারাণসীর সভার থেকে স্বনির্ভরতা উপর জোর দেন মোদী। কৃষক, ছোট শিল্প ও যুবসমাজের কর্মসংস্থানে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্পের নাম না নিয়েই প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক অস্থিরতার পরিবেশ রয়েছে। প্রত্যেক দেশ নিজেদের স্বার্থে নজর দিচ্ছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হওয়ার পথে। ফলে অর্থনীতির দিক থেকে ভারতকে সতর্ক থাকতে হবে।

কূটনীতিকরা বলছেন, ট্রাম্পের নাম না নিয়েই মার্কিন প্রেসিডেন্টকে জবাব দিয়েছেন মোদী। এদিন দেশীয় পণ্য ব্যবহারেও জোর দেন তিনি। ‘ভোকাল ফর লোকাল’-র কথা বললেন। দেশের নাগরিক ও ব্যবসায়ীদের দেশীয় পণ্যে জোর দেওয়ার বার্তা দিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয়দের তৈরি জিনিসই আমরা কিনব। ভোকাল ফর লোকাল হওয়া প্রয়োজন আমাদের।” ‘স্বদেশী’ পণ্য দেশজুড়ে কেনার জন্য জনতাকে আবেদন জানান তিনি। মোদী বলেন, “যাঁরা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে দেখতে চান, সে যে কোনও রাজনৈতিক দল হোক না কেন, সমস্ত রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে স্বদেশী পণ্যের অঙ্গীকার নিতে হবে।