Canada Visa Policy: মোদীর চাপে সুর নরম ট্রুডোর, প্রতি বছর ৫ লক্ষ ভারতীয়কে ভিসা দেবে কানাডা সরকার

India-Canada Bilateral Relation: ভারত থেকে, বিশেষ করে পঞ্জাব থেকে প্রতি বছরই বহু মানুষ কানাডায় যান। সম্প্রতিই ভারত-কানাডার সম্পর্কের বিবাদের জেরে ভিসা নিয়ে চরম সমস্যায় পড়েছিলেন তারা। তবে সমালোচনার মুখে পড়ে কানাডা আবার ভিসা নীতি সহজ করছে। ২০২৪ সালে নতুন ৪.৮৫ লক্ষ ভিসা দেওয়ার পরিকল্পনা ছিল কানাডার। এবার তার ডেডলাইন বাড়ানো হল।

Canada Visa Policy: মোদীর চাপে সুর নরম ট্রুডোর, প্রতি বছর ৫ লক্ষ ভারতীয়কে ভিসা দেবে কানাডা সরকার
ফাইল চিত্রImage Credit source: AFP

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 03, 2023 | 5:27 PM

নয়া দিল্লি: দীর্ঘদিন ধরে সুসম্পর্ক থাকলেও, সম্প্রতিই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar) খুনের পরই তলানিতে ঠেকে ভারত-কানাডার সম্পর্ক (India-Canada Bilateral Relation)। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) বিতর্কিত মন্তব্যের পর দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় এতটাই বড় হয় যে দুই দেশই নিজেদের রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়। ভিসা নিয়েও কড়াকড়ি শুরু হয়। দুই দেশের এই নরম-গরম সম্পর্কে বিপাকে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভারত থেকে প্রতি বছরই লক্ষাধিক মানুষ কানাডায় যান। আবার কানাডা থেকেও বহু মানুষ ভারতে আসেন। এই বিবাদের জেরে তাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। ট্রুডোর এই মন্তব্য ও তার জেরে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় নিজের দেশেই সমালোচনার শিকার হয়েছেন। কার্যত বিপাকে পড়েই ট্রুডো সরকার নিজের ভাবমূর্তি শোধরাতে তৎপর হয়েছে। ফের শিথিল করা হচ্ছে কানাডার ভিসা নীতি।

প্রতি বছর ৫ লক্ষ ভারতীয়কে স্বাগত জানাবে কানাডা-

ভারত থেকে, বিশেষ করে পঞ্জাব থেকে প্রতি বছরই বহু মানুষ কানাডায় যান। সম্প্রতিই ভারত-কানাডার সম্পর্কের বিবাদের জেরে ভিসা নিয়ে চরম সমস্যায় পড়েছিলেন তারা। তবে সমালোচনার মুখে পড়ে কানাডা আবার ভিসা নীতি সহজ করছে। ২০২৪ সালে নতুন ৪.৮৫ লক্ষ ভিসা দেওয়ার পরিকল্পনা ছিল কানাডার। এবার তার ডেডলাইন বাড়ানো হল। এবার ২০২৬ সাল অবধি প্রতি বছর ৫ লক্ষ ভারতীয়দের ভিসা দেবে কানাডা। সে দেশের ইমিগ্রেশন সিটিজেনশিপ মন্ত্রী  মার্ক মিলার জানান, অনাবাসী বা বিদেশি নাগরিকদের কানাডায় স্বাগত জানানোর জন্য নীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সাল অবধি ৫ লক্ষ ভারতীয়দের ভিসা দেওয়া হবে।

কানাডার এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবেন পঞ্জাবীরা। কারণ, ভারত থেকে কানাডায় যাওয়া নাগরিকদের মধ্যে একটা বড় অংশই পঞ্জাবী। কানাডা সরকারও বাড়ির প্ল্যানিং ও জনসংখ্যা বৃদ্ধির উপরে বিশেষ জোর দিচ্ছে।