Nitish Kumar: বিজেপি-জেডিইউর সোনার সংসারে ভাঙন? মুখোমুখি তেজস্বী-নীতীশ, রাজনৈতিক সমীকরণ বদলের জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 23, 2022 | 2:08 PM

BJP-JDU Alliance: ঘোরতর বিরোধীর দলের শীর্ষনেতার আয়োজিত ইফতার পার্টিতে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

Nitish Kumar: বিজেপি-জেডিইউর সোনার সংসারে ভাঙন? মুখোমুখি তেজস্বী-নীতীশ, রাজনৈতিক সমীকরণ বদলের জল্পনা
ছবি: ফাইল চিত্র

Follow Us

পটনা: জল্পনা বাড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। দীর্ঘদিন ধরে পটনার অন্দরে কান পাতলে শোনা যেত বিজেপির সঙ্গে মোটেও সুখে নেই জেডিইউ প্রধান (JDU Chief)। কারণ বিহারের জোট সরকারে নীতীশের জেডিইউয়ের থেকে বিজেপির আসন সংখ্যা অনেকটাই বেশি। সেই কারণে যে কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সময় প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হয়। বিজেপির সঙ্গে নীতীশের দূরত্বও বেড়েছে, এমনটাও শোনা গিয়েছিল। এবার সেই জল্পনায় ঘি দিলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী। শুক্রবার হঠাতই তেজস্বী যাদব আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত হয়েছিলেন নীতীশ। দীর্ঘ পাঁচ বছর পর একসময়ের জোটসঙ্গী এই আরজেডি নেতার মুখোমুখি হন নীতীশ। শুক্রবার, তেজস্বীর পটনার বাড়িতে আয়োজিত ইফতার পার্টিতেই হাজির হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপির বেশ কিছু সংখ্যালঘু নেতা উপস্থিত থাকলেও নীতীশের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। তেজস্বীর মা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও, তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদবও উপস্থিত ছিলেন।

ঘোরতর বিরোধীর দলের শীর্ষনেতার আয়োজিত ইফতার পার্টিতে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, খুব দ্রুত হয়ত বিহারের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। তবে আজ শনিবার এই নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করে দিয়েছেন নীতীশ। তেজস্বীর ইফতার পার্টিতে তাঁর উপস্থিতির মধ্য কোনও জল্পনা নেই বলেই জানিয়েছেন নীতীশ। তিনি বলেন, “এই ধরনের ইফতার পার্টিতে অনেকেই আমন্ত্রিত থাকেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ থাকবে কেন? আমরাও ইফতার পার্টিতে সবাইকে আমন্ত্রণ করি।” মুখে নীতীশ যাই বলুন, এই ইফতার পার্টি পটনার রাজনীতিতে জল্পনা জিইয়ে রেখেছে। কারণ দীর্ঘ ৫ বছর পর এই ইফতার পার্টিতে নীতীশ হাজির হয়েছিলেন। ২০১৭ সালে আরজেডি ও জেডিইউয়ের মধ্য জোট ভেঙে যায়। তারপর থেকেই তেজস্বী-নীতীশের সম্পর্কে তিক্ততা বেড়েছিল। কিন্তু হঠাৎ করে ইফতার পার্টিতে নীতীশের উপস্থিতি নতুন জল্পনার জন্ম দিল।

আরও পড়ুন UP Family Murder: ঘর থেকে বেরচ্ছিল ধোঁয়া, দরজা খুলতেই চোখে পড়ল মাথা থ্যাঁতলানো ৫টি দেহ, ধন্দে পুলিশও

Next Article