জার্মানির পর এবার দুবাই, News9 Global Summit-র দ্বিতীয় সংস্করণে থাকবেন কারা?

News9 Global Summit: টিভি৯ নেটওয়ার্কের গ্লোবাল সামিট হতে চলেছে তাজ দুবাই-এ। এর থিম রাখা হয়েছে "ইন্ডিয়া-ইউএই: পার্টনারশিপ ফর প্রসপারিটি অ্যান্ড প্রগ্রেস"।

জার্মানির পর এবার দুবাই, News9 Global Summit-র দ্বিতীয় সংস্করণে থাকবেন কারা?
টিভি৯ নেটওয়ার্কের গ্লোবাল সামিট।

|

Jun 18, 2025 | 3:07 PM

দুবাই: আন্তর্জাতিক মঞ্চে টিভি৯ নেটওয়ার্ক। দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক, টিভি৯ নেটওয়ার্ক তাদের আন্তর্জাতিক সামিটের দ্বিতীয় সংস্করণ আয়োজন করতে চলেছে দুবাইয়ে। আগামী ১৯ জুন এই সামিট অনুষ্ঠিত হবে। ভারত-সংযুক্ত আরব আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার লক্ষ্যেই এই সামিটের আয়োজন।

গত বছরের নভেম্বরে টিভি৯ নেটওয়ার্ক প্রথম আন্তর্জাতিক সামিটের আয়োজন করেছিল জার্মানির স্টুটগার্টে। ভারত ও জার্মানির নীতি নির্ধারক থেকে বিভিন্ন উদ্যোগপতি, প্রযুক্তি বিশেষজ্ঞ, সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সাররা সামিল হয়েছিলেন সেই সামিটে। দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়। এবার তারই দ্বিতীয় সংস্করণ আয়োজিত হতে চলেছে দুবাইয়ে।

টিভি৯ নেটওয়ার্কের গ্লোবাল সামিট হতে চলেছে তাজ দুবাই-এ। এর থিম রাখা হয়েছে “ইন্ডিয়া-ইউএই: পার্টনারশিপ ফর প্রসপারিটি অ্যান্ড প্রগ্রেস”। একাধিক শীর্ষ নেতা থেকে শুরু করে শিল্পপতি, উদ্যোগপতি, বলিউড সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে যোগ দেবেন।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এই সামিটের সূচনা  করবেন। বক্তব্য রাখবেন ব্যাপস (BAPS) স্বামীনারায়ণ সংস্থার পুজ্য ব্রহ্মচারী স্বামী এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর। উপস্থিত থাকবেন সুনীল শেট্টি, একতা কপূর, নার্গিস ফাকরি সহ একাধিক সেলিব্রিটি।

টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস বলেন, “জার্মানিতে প্রথম গ্লোবাল সামিটে সাফল্যের পর এবার নিউজ৯ গ্লোবাল সামিটের আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে, যা উদ্ভাবন ও বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে উঠছে। এই সামিট দুই দেশের সম্পর্ক, উন্নয়নের রাস্তা তৈরি করবে।”

এই সামিটে ভারত-মধ্য প্রাচ্য-ইউরোপ করিডর, ট্যারিফ চ্যালেঞ্জ, স্টার্টআপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।