Medicine Price: ক্যানসার রোগীদের জন্য বড় খবর, দাম কমে গেল জরুরি ওষুধের

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 08, 2024 | 12:32 PM

Cancer Drugs: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান, ওষুধ প্রস্তুতকারকরা ইতিমধ্যেই এই তিনটি ওষুধের দাম কমিয়েছে। ন্যাশনাল ফার্মাসিউক্যাল প্রাইজিং অথারিটিকেও এই বিষয়ে অবগত করা হয়েছে।

Medicine Price: ক্যানসার রোগীদের জন্য বড় খবর, দাম কমে গেল জরুরি ওষুধের
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: বড় খবর। দাম কমছে ওষুধের। তাও আবার ক্যানসারের মতো মারণ রোগের। ট্রাস্টহজ়ুমাব ডেরুক্সটেকান, ওসিমেরটিনিব, ডুরভালুমাবের মতো অ্যান্টি-ক্যানসার ড্রাগের দাম কমছে সরকারের নির্দেশে। শুক্রবারই সংসদে এই কথা জানিয়েছে কেন্দ্র।

ক্যানসারের ওষুধোর উপরে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার। এর পাশাপাশি বেসিক কাস্টম ডিউটিও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। এরফলেই দাম কমছে অ্যান্টি-ক্যানসার ওষুধের।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান, ওষুধ প্রস্তুতকারকরা ইতিমধ্যেই এই তিনটি ওষুধের দাম কমিয়েছে। ন্যাশনাল ফার্মাসিউক্যাল প্রাইজিং অথারিটিকেও এই বিষয়ে অবগত করা হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটেই সরকার সাধারণ মানুষদের উপর থেকে ক্যানসার চিকিৎসার খরচের বোঝা কমানোর জন্য কাস্টম ডিউটিতে ছাড়ের কথা ঘোষণা করেছিল। জিএসটিও কমানো হয়।

ডেরুক্সটেকান ওষুধ মূলত স্তন ক্যানসারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

ওসিমেরটিনিব ওষুধ ফুসফুসের ক্যানসারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

ডুরভালুমাব ওষুধটি ফুসফুস ও বিলিয়ারি ট্রাক্ট ক্যানসারের চিকিৎসায় ব্যবহার হয়

Next Article