AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: ‘বাঙালিরা মোমবাতি মিছিল করে হাঁপিয়ে পড়েছে’, RG KAR কাণ্ড আবহে এ কী মশকরা? ঝড় নেটমাধ্যমে

RG Kar Case: 'মোমবাতি মিছিল করে ক্লান্ত বাঙালি!' এমন ভাবেই মশকরা করতে শোনা গেল এক বাঙালি মহিলাকে। আর তার পরেই সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে।

RG Kar Case: 'বাঙালিরা মোমবাতি মিছিল করে হাঁপিয়ে পড়েছে', RG KAR কাণ্ড আবহে এ কী মশকরা? ঝড় নেটমাধ্যমে
মোমবাতি নিয়ে মিছিল নিয়ে রসিকতা করে বিতর্কে যুবতী
Follow Us:
| Updated on: Nov 23, 2024 | 4:04 PM

আরজিকরের ঘটনায় গত চার মাস ধরেই উত্তাল দেশ। প্রতিবাদের ঝড় রাজ্য-দেশের গন্ডি ছাড়িয়েছে পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। বিশ্বের নানা প্রান্তে হয়েছে মোমবাতি নিয়ে প্রতিবাদ। কলকাতা সহ গোটা দেশেই মোমবাতি জ্বেলে রাত দখল করেছে মহিলারা। সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম ‘সংবেদনশীল’ বিষয় এই আরজিকর কান্ড। সেই প্রতিবাদকে নিয়েই মশকরা?

‘মোমবাতি মিছিল করে ক্লান্ত বাঙালি!’ এমন ভাবেই মশকরা করতে শোনা গেল এক বাঙালি মহিলাকে। আর তার পরেই সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে।

বাঙালি ভাল না বিহারি, পাশাপাশি দুই প্রদেশের মানুষের মধ্যে এই দ্বন্দ্ব বহু পুরনো। আর সেটাকে হাতিয়ার করেই হাস্যরস তৈরি করতে চেয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান বান্টি বন্দ্যোপাধ্যায়।

কী হয়েছিল?

সমাজমাধ্যমে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে বেশ জনপ্রিয় সময় রানা। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে একটি স্ট্যান্ড আপ কমেডি শো শুরু হয়েছে। সেই শো’তেই প্রতিযোগী হিসাবে অংশ নেন বিহারের বাসিন্দা বান্টি বন্দ্যোপাধ্যায়। বান্টি জানান তিনি আদতে বাঙালি হলেও জন্ম এবং বেড়ে ওঠা বিহারে।

মঞ্চে উঠেই ‘বাঙালি-বিহারি’কে নিয়ে নানা জোক্স বলতে শুরু করেন তিনি। বান্টি বলেন, “যখনই কোনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় তখনই বাঙালিরা ঘুমিয়ে পড়ে আর বিহারিরা জেগে ওঠে। কিন্তু এখন প্রশ্ন হল কেন বাঙালিরা ঘুমিয়ে পড়ে? কারণ এটাই তাঁদের স্বভাব।”

এর পরেই দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বান্টি জিজ্ঞাসা করেন, “এখানে কোনও বাঙালি আছেন?” দর্শকের মধ্যে থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে ফের বান্টি বলেন, “দেখুন এখনও ঘুমোচ্ছে হয়ত।”

তারপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন বান্টি। তিনি বলেন, “মনে হয় মোমবাতি মিছিল করতে করতে, হাঁপিয়ে গিয়েছেন বাঙালিরা।”

এমনিতে বাঙালি জাতির সঙ্গে প্রতিবাদ, প্রতিরোধের একটা সম্পর্ক রয়েছে। রাজনীতির ময়দানেও সর্বদা এক পা এগিয়েই থাকে বঙ্গবাসী। তবে কমেডি শো’তে বান্টির এই মন্তব্য শুনেই নেটাগরিকরা সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর কান্ডের কথাই ভাবেছেন। এমনকি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

একজন এই ভিডিয়ো দেখে মন্তব্য করেছেন, “তীব্র নিন্দা জানাচ্ছি, তবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আমাদের এই ধরনের কথা আরও শুনে যেতে হবে।”

অপর এক ব্যক্তি বলেন, “আমার এই তরুণীকে দেখে অবাক লাগছে। এই তার মানসিকতার ধরন! আমি হতভম্ব।”

আরেক নেটাগরিক লেখেন, ” কলিযুগে মীরজাফর ও বিভীষণ একত্রে নারীরূপে অবতার।” আরেকজন বলেন, “কমেডির নামে এটা বাড়াবাড়ি।”

এক ব্যক্তি ফেসবুকে এই ভিডিয়োটি শেয়ার করে বলেন, “বান্টি ব্যানার্জি কেবল একজন প্রবাসী বাঙালি, যিনি নিজের জাতিকে ছোট করে হিন্দিভাষীদের কাছ থেকে স্বীকৃতি চাইছেন।”

কেউ কেউ অবশ্য এই মন্তব্যটি নিয়ে অন্য মত পোষণ করেছেন। এক জন লেখেন, “ইনি মোমবাতি মিছিলকে বিদ্রুপ করেননি। ওঁ ধীরে ধীরে বাঙালির এই প্রতিবাদের প্রতি আগ্রহ কমে যাওয়াটাকেই বিদ্রুপ করেছে।”