China-India: পাকিস্তানের পর এবার চিনের শয়তানি শুরু, অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম বদলে দিল রাতারাতি

Arunachal Pradesh: চিন একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করার চেষ্টা করেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদল করে নিজেদের বলে দাবি করার চেষ্টা করে।

China-India: পাকিস্তানের পর এবার চিনের শয়তানি শুরু, অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম বদলে দিল রাতারাতি
অরুণাচল প্রদেশ। ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 14, 2025 | 11:43 AM

নয়া দিল্লি: অরুণাচল নিয়ে ফের টানাটানি শুরু। চিনকে এবার কড়া বার্তা দিল ভারত। অরুণাচল প্রদেশের একাধিক জায়গা নাম বদল করার চেষ্টা করছে চিন। ভারত কড়া ভাষায় চিনকে বুঝিয়ে দিল যে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বদল করলেই তা চিনের হয়ে যাবে না। অরুণাচল ভারতেরই অবিচ্ছেদ্য অংশ থাকবে।

দু’দিন আগেই চিনের সিভিল এভিয়েশন বা অসামরিক উড়ান মন্ত্রক ম্যাপে অরুণাচল প্রদেশের ২৭টি জায়গা নতুন নাম দিয়ে উল্লেখ করে। ভারতের নজরে বিষয়টি আসতেই বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে বলে, “আমাদের নজরে এসেছে যে চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম বদল করার চেষ্টা করছে। আমরা এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছি। নতুন নতুন নাম দিলেই এই সত্যটা বদলাবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।”

বিদেশ মন্ত্রকের বিবৃতি।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও চিন একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করার চেষ্টা করেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদল করে নিজেদের বলে দাবি করার চেষ্টা করে। অরুণাচল প্রদেশকে ঝাঙনান বলে দাবি করে চিন। ১২টি পাহাড়, ৪টি নদী, ১টি ঝিল ও একটি পাহাড়ি পথ, ১১টি এলাকার নাম বদল করে দেয়।

তার আগে ২০১৭ সালেও অরুণাচল প্রদেশের ৬টি জায়গাকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়েছিল। ২০২১ সালেও ১৫টি জায়গা এবং ২০২৩ সালে ১১টি জায়গার নাম বদল করে নিজেদের বলে দাবি করে।