Parliament Security: স্মোক বম্ব হামলার পরই বড় সিদ্ধান্ত, সংসদের নিরাপত্তায় কী কী পরিবর্তন আনা হল?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 14, 2023 | 8:50 AM

Security Breach in Parliament: বুধবারের এই ঘটনার পরই প্রশ্নের মুখে পড়েছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা। সাংসদরা কড়া নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান, তার ঘণ্টাখানেকের মধ্যেই বদল আনা হল সংসদের নিরাপত্তা প্রোটোকলে। এবার থেকে আরও কড়া নজরদারি চলবে সংসদের ভিতরে ও বাইরে।

Parliament Security: স্মোক বম্ব হামলার পরই বড় সিদ্ধান্ত, সংসদের নিরাপত্তায় কী কী পরিবর্তন আনা হল?
লোকসভার ওভালে লাফ অভিযুক্তের।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বক্তব্য পাঠ করছিলেন সাংসদ খগেন মুর্মু। হঠাৎই পিছন থেকে চিৎকার, হইহই। পিছন ঘুরতেই সাংসদরা দেখলেন, উপরের দর্শকাসনের রেলিং থেকে ঝুলছে এক যুবক। আরেক যুবকও উপর থেকে দিলেন লাফ। সাংসদদের মাঝে পৌঁছতেই, একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে ছুটলেন একজন। হাতে ধরা হলুদ রঙের স্মোক বম্ব। নিমেষে হুড়োহুড়ি পড়ে যায় সংসদের ভিতরে। কোনওরকমে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন সাংসদরাই। পরে নিরাপত্তারক্ষী ও পুলিশ তাদের বাইরে নিয়ে আসে। বুধবারের এই ঘটনার পরই প্রশ্নের মুখে পড়েছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা। সাংসদরা কড়া নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান, তার ঘণ্টাখানেকের মধ্যেই বদল আনা হল সংসদের নিরাপত্তা প্রোটোকলে। এবার থেকে আরও কড়া নজরদারি চলবে সংসদের ভিতরে ও বাইরে। কী কী সেগুলি জানেন?

বুধবারের ঘটনায় সংসদের নিরাপত্তায় ফাঁক থেকে যাওয়ার বিষয়টি সামনে আসতেই আমূল পরিবর্তন আনা হয় নিরাপত্তা ব্যবস্থায়। কী কী সেই ব্যবস্থা, এক নজরে দেখে নেওয়া যাক-

  1. আপাতত সংসদে ভিজিটরদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  2. সকলের প্রবেশ পথ আলাদা করে দেওয়া হয়েছে। সাংসদরা প্রবেশ করবেন একটি পথ দিয়ে। অন্য আরেকটি গেট দিয়ে প্রবেশ করবেন সংসদের কর্মীরা। সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে হবে তৃতীয় গেট দিয়ে।
  3. পরবর্তী সময়ে যখন দর্শক বা ভিজিটরদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে, তখন তারা চতুর্থ গেট দিয়ে প্রবেশ করবে।
  4.    এবার ভিজিটরস গ্যালারির সামনের অংশটি কাচ দিয়ে ঘিরে ফেলা হবে, যাতে উপর থেকে কেউ ঝাঁপ না দিতে পারেন লোকসভার চেম্বারে।
  5. বিমানবন্দরের মতোই সংসদেও বসবে বডি স্ক্যান মেশিন।
Next Article