নয়া দিল্লি: বক্তব্য পাঠ করছিলেন সাংসদ খগেন মুর্মু। হঠাৎই পিছন থেকে চিৎকার, হইহই। পিছন ঘুরতেই সাংসদরা দেখলেন, উপরের দর্শকাসনের রেলিং থেকে ঝুলছে এক যুবক। আরেক যুবকও উপর থেকে দিলেন লাফ। সাংসদদের মাঝে পৌঁছতেই, একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে ছুটলেন একজন। হাতে ধরা হলুদ রঙের স্মোক বম্ব। নিমেষে হুড়োহুড়ি পড়ে যায় সংসদের ভিতরে। কোনওরকমে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন সাংসদরাই। পরে নিরাপত্তারক্ষী ও পুলিশ তাদের বাইরে নিয়ে আসে। বুধবারের এই ঘটনার পরই প্রশ্নের মুখে পড়েছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা। সাংসদরা কড়া নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান, তার ঘণ্টাখানেকের মধ্যেই বদল আনা হল সংসদের নিরাপত্তা প্রোটোকলে। এবার থেকে আরও কড়া নজরদারি চলবে সংসদের ভিতরে ও বাইরে। কী কী সেগুলি জানেন?
বুধবারের ঘটনায় সংসদের নিরাপত্তায় ফাঁক থেকে যাওয়ার বিষয়টি সামনে আসতেই আমূল পরিবর্তন আনা হয় নিরাপত্তা ব্যবস্থায়। কী কী সেই ব্যবস্থা, এক নজরে দেখে নেওয়া যাক-