Delhi Mayor Election: মেয়র নির্বাচনেও ‘ঝাড়ু’র ঝড়, দিল্লির নতুন মেয়র হচ্ছেন শেলি ওবেরয়
Delhi Mayor Election: দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দ্বারা মনোনীত ১০ জন প্রার্থীর ভোট দেওয়ার অধিকার রয়েছে কিনা, তা নিয়েই আপ প্রার্থী শেলি ওবেয়র দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রায়ে জানান, মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারেন না।

দিল্লির মেয়র হতে চলেছেন শেলি ওবেরয়।
নয়া দিল্লি: বচসা থেকে হাতাহাতি, জল গড়িয়েছিল শীর্ষ আদালত অবধিও। জট কাটিয়ে অবশেষে আজ দিল্লিতে শেষ হল মেয়র নির্বাচন। এ দিনও অশান্তির মধ্যেই ভোটগ্রহণ হয়। নির্বাচনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী শেলি ওবেয়র। গত ডিসেম্বর থেকেই দিল্লিতে মেয়র নির্বাচনের চেষ্টা করা হলেও, তিনবারই তা আপ-বিজেপির সদস্যদের মধ্যে বচসা, মারপিটের কারণে নির্বাচন বাতিল হয়ে যায়। সম্প্রতিই আম আদমি পার্টির প্রার্থী শেলি ওবেয়র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের নির্দেশের পরই আজ ভোট হবে। সকাল ১১টা থেকে এমসিডি সদনে দিল্লি পুরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। একইসঙ্গে সেখানেই ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হবে। গত বছরই দিল্লি পুরভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টি।
- মোট ২৬৬ টি ভোটের মধ্যে শেলি ওবেরয় পেয়েছেন ১৫০ টি ভোট। বিজেপি প্রার্থী রেখা গুপ্তা পেয়েছেন ৩৪ টি ভোট।
- দিল্লির মেয়র নির্বাচনে জয়ী আম আদমি পার্টি। নতুন মেয়র হতে চলেছেন শেলি ওবেরয়।
- জানা গিয়েছে, মোট ২০০ জন প্রার্থী ভোট দিয়েছেন মেয়র নির্বাচনে।
- দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দ্বারা মনোনীত ১০ জন প্রার্থীর ভোট দেওয়ার অধিকার রয়েছে কিনা, তা নিয়েই আপ প্রার্থী শেলি ওবেয়র দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রায়ে জানান, মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারেন না।
- মেয়র নির্বাচনের পাশাপাশি ১৮ সদস্যের স্ট্যান্ডিং কমিটির ৬টি শূন্যপদেও সদস্য আজ বেছে নেওয়া হবে। এরমধ্যে তিনটি আসনে আপ ও দুটি আসনে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে। বাকি ১২জন সদস্য জোনাল নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হবে।
- যদি বিজেপির মনোনীত প্রার্থীরা ভোট দিতে পারতেন, তবে বিজেপির মোট ভোটার প্রার্থী হত ১২৩। অন্যদিকে ২৭৪ সদস্যের বিধানসভায় আপের দখলে ১৫০টি আসন রয়েছে। জয়ের জন্য প্রয়োজন ১৩৮টি ভোট।
- সংখ্যাগরিষ্ঠতার হিসাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টির দখলেই মেয়র পদ থাকার সম্ভাবনা রয়েছে। তবে স্ট্য়ান্ডিং কমিটি কার দখলে থাকবে, তা নিয়েই চূড়ান্ত টানাপোড়েন তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
- বিগত ১৫ বছর ধরেই দিল্লির পুরসভা বিজেপির দখলে ছিল। কিন্তু গত বছরের শেষভাগে দিল্লির পুরসভা নির্বাচনে ২৫০ টি আসনের মধ্যে ১৪৩টি আসন জয়ী হয়ে পুরসভার দখল নেয়। এরপর থেকেই মেয়র নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। প্রথমে গত ৬ জানুয়ারি নির্বাচনের আয়োজন করা হয়েছিল। সেই নির্বাচন আপ ও বিজেপির বিধায়কদের মধ্যে বচসা ও ধুন্ধুমারের কারণে বাতিল হয়ে যায়। এরপরে আরও দুইবার নির্বাচনের আয়োজন করা হলে, তাও বাতিল করে দেওয়া হয়।