Rahul Gandhi: কপালে ‘শনির ফাঁড়া’, আদালতে ধাক্কার পর শনিতেই ‘ঘরছাড়া’ হচ্ছেন রাহুল গান্ধী!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 21, 2023 | 5:55 AM

Rahul Gandhi Defamation Case: ২০০৫ সাল থেকে এই সরকারি বাংলোতেই থাকছিলেন রাহুল গান্ধী। ওয়েনাডের সাংসদ ছিলেন তিনি। কিন্তু মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এবং দুই বছরের সাজা হওয়ার কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লোকসভার তরফে তাঁর সাংসদ পদ খারিজ করা হয়।

Rahul Gandhi: কপালে শনির ফাঁড়া, আদালতে ধাক্কার পর শনিতেই ঘরছাড়া হচ্ছেন রাহুল গান্ধী!
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: আদালতে বড় ধাক্কা খেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদী পদবি (Modi Surname Controversy) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানি মামলায় (Criminal Defamation Case) দুই বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন রাহুল, সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুরাট দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা। কিন্তু সেখানেও পুড়ল মুখ, আদালতের তরফে তাঁর সাজার উপরে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দেওয়া হল। ফলে আপাতত সাংসদ পদও ফিরে পাচ্ছেন না রাহুল। আদালতে এই ধাক্কা খাওয়ার পরই বড় সিদ্ধান্ত রাহুলের। আগামিকাল অর্থাৎ শনিবারই তিনি সরকারি বাসভবন ছাড়বেন। এই বিষয়ে ওয়াকিবহাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই মধ্য দিল্লির তুঘলক লেনে অবস্থিত সরকারি বাংলো ফাঁকা করে বেরিয়ে আসবেন রাহুল। ইতিমধ্যেই বাংলো থেকে সমস্ত আসবাবপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সাংসদ পদ খোয়ানোর পরই সরকারি বাসভবনে থাকার অধিকার হারিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানা গিয়েছে, লোকসভা হাউসিং প্য়ানেলের তরফে আগামী রবিবারের মধ্যে রাহুল গান্ধীকে সরকারি বাংলো ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ মার্চ তাঁকে এই নোটিস পাঠানো হয়। গত সপ্তাহ থেকেই বাংলো ফাঁকা করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়। বর্তমানে রাহুল গান্ধীর সমস্ত জিনিসপত্র সরিয়ে তাঁর মা, সনিয়া গান্ধীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। আগামিকাল পাকাপাকিভাবে রাহুল তুঘলক লেনের বাংলো ছেড়ে বেরিয়ে আসবেন বলেই জানা গিয়েছে।

২০০৫ সাল থেকে এই সরকারি বাংলোতেই থাকছিলেন রাহুল গান্ধী। ওয়েনাডের সাংসদ ছিলেন তিনি। কিন্তু মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এবং দুই বছরের সাজা হওয়ার কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লোকসভার তরফে তাঁর সাংসদ পদ খারিজ করা হয়। সাংসদ না হওয়ায় সরকারি বাংলোয় থাকার অধিকারও হারালেন রাহুল।
তবে বাড়ি ছাড়ার নোটিস পেতেই ৫২ বছর বয়সী নেতাকে নিজের বাড়িতে ঠাঁই দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে বিভিন্ন নেতা। তবে রাহুল আপাতত তাঁর মা সনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, এবার থেকে মধ্য দিল্লির ১০ জনপথ রোডের বাংলো সনিয়া গান্ধীর পাশাপাশি রাহুল গান্ধীরও ঠিকানা হবে।
Next Article