Rail Accident: ফের বড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

Rail Accident:লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। জানা গিয়েছে, সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়।

Rail Accident: ফের বড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস
লাইনচ্যুত সম্বলপুর-শালিমার এক্সপ্রেস।Image Credit source: ANI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2025 | 11:50 AM

ভুবনেশ্বর: আবারও ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। জানা গিয়েছে, সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।

রেলের তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সম্বলপুরের দিকে যাচ্ছিল শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। আচমকাই তা লাইনচ্যুত হয়ে যায়।

সূত্রের খবর, জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেল আধিকারিকরা জানিয়েছেন।

জেনারেল কামরাটি লাইনচ্যুত হয়ে যেতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনার পরই যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে বের করে আনা হয় এবং তাদের উদ্ধার করে সম্বলপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।  আপাতত বিঘ্নিত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা।

বিস্তারিত আসছে….