দু’দিনের ব্যবধানেই আবারও কেঁপে উঠল মাটি!

সংশ্লিষ্ট এলাকায় আগামী দিনে আরও তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকছে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

দুদিনের ব্যবধানেই আবারও কেঁপে উঠল মাটি!
প্রতীকী চিত্র।

Feb 04, 2021 | 11:25 AM

সিকিম: দু’দিনের ব্যবধানে ফের মাটি কেঁপে উঠল সিকিমে (Sikkim)। সকাল ১০.৩৭ মিনিটে কম্পন অনুভূত হয়। এপিসেন্টার সিকিমের ইয়োকসম থেকে ১৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮।

দুদিন আগেই সাতসকালে পরপর দু’বার কেঁপে ওঠে সিকিম। গত মঙ্গলবার প্রথম কম্পন অনুভূত হয় সকাল ৮টা ১ মিনিটে। দ্বিতীয়বার কম্পন হয় ৮টা ২২ মিনিটে। রিখটার স্কেলে পরপর দুটি কম্পনের তীব্রতা ছিল ৪.৬ ও ৪.৯। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি সেবার হয়নি।

তবে কেন বারবার সিকিমে কেঁপে উঠছে মাটি?


বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হিমালয়ে দীর্ঘদিনের তুষারপাত। বেশি বরফ পড়ায় ভূমিভাগের সঙ্গে চ্যুতি রেখার বিস্তর তাপমাত্রার ফারাক তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় আগামী দিনে আরও তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকছে বলেও আশঙ্কা করছেন তাঁরা।