Amit Shah on Bengal: ‘অনুপ্রবেশকারী ঢুকছে…’, বাংলাকে কাঠগড়ায় দাঁড় করালেন শাহ! তৃণমূল বলল, ‘শরণার্থী…’

Parliamet Winter Session: কিন্তু এখনও কেন কাঁটাতারহীন বাংলার সীমান্ত? জয়প্রকাশের কথায়, 'এটা কেন্দ্রের দায়িত্ব। আর কিছুদিন আগেই তো দেখলাম। ওপার থেকে আসা লোকজন বলছেন, দালাল ধরে এসেছি। এই সব টাকা তো ওদের পকেটেই যায়।' অবশ্য শুধু অনুপ্রবেশ ইস্যুতেই থেমে থাকেননি শাহ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে আলোচনায় রাজ্য থেকে তৃণমূলকে 'সাফ' করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah on Bengal: অনুপ্রবেশকারী ঢুকছে..., বাংলাকে কাঠগড়ায় দাঁড় করালেন শাহ! তৃণমূল বলল, শরণার্থী...
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় Image Credit source: PTI

|

Dec 10, 2025 | 7:54 PM

নয়াদিল্লি: দোড়গোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন। তাই স্বাভাবিক নিয়মেই সংসদের অধিবেশনেও উঠে আসছে বাংলার কথা। বুধবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় শাহের বাংলার সীমান্তের প্রসঙ্গ। রাজ্যের দিকে অনুপ্রবেশকারী তোষণের অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি, ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের’ স্বপ্ন খুব শীঘ্রই পূর্ণ হবে বলেই বার্তা দিলেন তিনি।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের সীমান্ত হয়ে এদেশে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। আমাদের বাংলাদেশের সঙ্গে মোট ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্য়ে ১ হাজার ৬৫৩ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শেষ। কিন্তু ৫৬৩ কিলোমিটার এখনও বাকি। অসম, ত্রিপুরায় কাজ শেষ। শুধু বাংলা এখনও বাকি।’

এই কাঁটাতার না বসানোর নেপথ্যে অনুপ্রবেশকারী তোষণকেই দায়ী করেছেন শাহ। তাঁর দাবি, ‘রাহুলের মতো অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করলে তৃণমূলেরও ওদের মতোই অবস্থা হবে। বিজেপি জয় ছিনিয়ে নেবে।’ যদিও তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের দাবি, ‘এরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী। উনি তো জানেন না। সেই ১৯৪৬ সাল থেকে এ রাজ্যে শরণার্থী এসেছেন এবং আসছেন।’

কিন্তু এখনও কেন কাঁটাতারহীন বাংলার সীমান্ত? জয়প্রকাশের কথায়, ‘এটা কেন্দ্রের দায়িত্ব। আর কিছুদিন আগেই তো দেখলাম। ওপার থেকে আসা লোকজন বলছেন, দালাল ধরে এসেছি। এই সব টাকা তো ওদের পকেটেই যায়।’ অবশ্য শুধু অনুপ্রবেশ ইস্যুতেই থেমে থাকেননি শাহ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে আলোচনায় রাজ্য থেকে তৃণমূলকে ‘সাফ’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের কথায়, ‘SIR বিরোধিতা করলে বিহারের মতো বাংলা-তামিলনাড়ুতেও সাফ হয়ে যাবে।’