Ahmedabad Air India Plane Crash: ৩৭ বছরের ব্যবধান, বিমান দুর্ঘটনা কেড়ে নিল দুই প্রিয়জনকে, ১৯৮৮-এর পর ২০২৫-এ নিজের মেয়েকে হারালেন এই ব্যক্তি!

Ahmedabad Plane Crash: ১৯৮৮ সালের বিমান দুর্ঘটনায় তিনি হারিয়েছিলেন পরিবারের একজনকে। আর এবার আমেদাবাদের দুর্ঘটনায় হারিয়েছেন নিজের মেয়েকে।

Ahmedabad Air India Plane Crash: ৩৭ বছরের ব্যবধান, বিমান দুর্ঘটনা কেড়ে নিল দুই প্রিয়জনকে, ১৯৮৮-এর পর ২০২৫-এ নিজের মেয়েকে হারালেন এই ব্যক্তি!

Jun 24, 2025 | 12:28 PM

আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার শিকার হওয়ার পর বোধ হয় বলা যায় ব্যবসায়ী সৌরিন পালকিওয়ালার কপালই সবচেয়ে খারাপ। ৩৭ বছরের পুরনো স্মৃতি ফিরল তাঁর জীবনে। ১৯৮৮ সালের বিমান দুর্ঘটনায় তিনি হারিয়েছিলেন পরিবারের একজনকে। আর এবার আমেদাবাদের দুর্ঘটনায় হারিয়েছেন নিজের মেয়েকে।

“দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কারণ, আমি আগেও এমন দুর্ঘটনাস্থল দেখেছি। আর এই খবর আসার পর আমি বুঝে গিয়েছিলাম আমার সঙ্গে কী হয়েছে, আমি কী হারিয়েছি”, ধরা-কান্নাভেজা গলায় বললেন সৌরিন পালকিওয়ালা।

ঠিক ৩৭ বছর আগে এমনই এক বিমান দুর্ঘটনায় পরিবারের আর এক মানুষকে হারান সৌরিন। সেই দুর্ঘটনায় তাঁর বোনের হবু শ্বশুর মারা যান। সৌরিনের কন্যা সঞ্জনা কলেজের বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন উপলক্ষ্যে ব্রিটেনে যাচ্ছিলেন। আর যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা।

সঞ্জনা পালকিওয়ালা পুণে থেকে বিবিএ করেন। তারপর নিউয়র্কের বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট অফ টেকনোলজিতে মাস্টার্সও করেন।