BJP-AIADMK: ‘নতুন জোট গড়ব’, বিজেপির সঙ্গ ত্যাগের পর ঘোষণা AIADMK-র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 28, 2023 | 4:51 PM

AIADMK: তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ও রাজনৈতিক আগ্রাসনের অভিযোগ রয়েছে এআইএডিএমকে-র। জোট ছাড়ার আগে এই বিষয়টি নিয়ে বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন এআইএডিএমকে-র প্রবীণ নেতারা। এখনও আন্নামালাইয়ের বিরুদ্ধে পদক্ষেপ করেনি বিজেপি।

BJP-AIADMK: ‘নতুন জোট গড়ব’, বিজেপির সঙ্গ ত্যাগের পর ঘোষণা AIADMK-র
কে. পালানিস্বামীর নেতৃত্বে নতুন জোট গড়ার ঘোষণা এআইএডিএমকে-র। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

চেন্নাই: বিজেপির সঙ্গে পুনরায় জোটের প্রশ্ন-ই উঠছে না। বরং আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি আলাদা জোট গড়া হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন AIADMK-র প্রবীণ নেতা কে.পি মুনুসামী। আবার তামিলনাড়ুর বিজেপি প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও তাঁকে পদচ্যুত করা হবে কিনা, তা নিয়ে তাঁরা মাথা ঘামাতে নারাজ বলেও স্পষ্ট করে দিয়েছেন মুনুসামী।

এআইএডিএমকে পুনরায় বিজেপি ও এনডিএ-র সঙ্গে জোট করবে বলে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল দাবি জানিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের সেই দাবি নস্যাৎ করে দিলেন কে.পি মুনুসামী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এনডিএ-র সঙ্গে যোগ দেওয়ার কোনও প্রশ্ন-ই নেই, কে. পালানিস্বামীর নেতৃত্বে আমরা নতুন জোট করব।” ২০২৪ লোকসভা ভোটের লক্ষ্যেই নতুন জোট গড়বেন বলে জানান তিনি। এপ্রসঙ্গে ডিএমকে-কে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, “স্ট্যালিন ও তাঁর ছেলে উদয়নিধি বলছে এটা (এনডিএ ও বিজেপির সঙ্গত্যাগ) একটা বড় নাটক। তাঁরা ভয় পেয়ে এসব কথা বলছেন। আমরা বিজেপির সঙ্গে জোট ভাঙায় তাঁরা ভয় পাচ্ছেন।”

অন্যদিকে, তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ও রাজনৈতিক আগ্রাসনের অভিযোগ রয়েছে এআইএডিএমকে-র। জোট ছাড়ার আগে এই বিষয়টি নিয়ে নয়া দিল্লিতে বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন এআইএডিএমকে-র প্রবীণ নেতারা। কিন্তু, তারপরেও আন্নামালাইয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বিজেপি। তাই এবার তাঁকে পদচ্যুত করার দাবি এআইএডিএমকে জবাবে কিনা প্রশ্ন করা হলে মুনুস্যামী বলেন, “অন্য দল কী করছে সে ব্যাপারে কথা বলার মতো দল নয় এআইএডিএমকে।”

প্রসঙ্গত, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড়ীয় আইকন সি.এন আন্নাদুরাই সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি কে. আন্নামালাইয়ের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় রাজ্য-রাজনীতিতে। এটা নিয়েই দীর্ঘদিনের শরিক এআইএডিএমকে-র সঙ্গে বিজেপির বিরোধ বাধে। তারপর গত সোমবার সাংবাদিক বৈঠক করে দলের তরফে বিজেপি ও এনডিএ-র সঙ্গ ত্যাগের কথা জানিয়ে এআইএডিএমকে-র ডেপুটি কো-অর্ডিনেটর কে.পি মুনুস্যামি। অন্যদিকে, এআইএডিএমকে-র সঙ্গ ছাড়ার কারণ খুঁজে বের করার ভার নির্মলা সীতারামনকে দিয়েছ বিজেপি নেতৃত্ব। দলীয় নির্দেশে ইতিমধ্যে চেন্নাই পৌঁছেছেন সীতারামন। এদিকে, আগামী লোকসভা নির্বাচনে এনডিএ-কে পরাস্ত করতে অবিজেপি দলগুলি জোট বেঁধেছে, যার নাম ‘ইন্ডিয়া’। এবার এআইএডিএমেকে কাদের সঙ্গে নতুন কী জোট গড়েন, সেটাই দেখার।

Next Article