দেশজুড়ে শিশুদের টিকাকরণ শুরু হতে পারে কবে থেকে? জানালেন এইমসের ডিরেক্টর

মোট ৩ পর্যায়ের ট্রায়ালের মধ্যে দু'টি পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী এইমসের নির্দেশক।

দেশজুড়ে শিশুদের টিকাকরণ শুরু হতে পারে কবে থেকে? জানালেন এইমসের ডিরেক্টর
অবশেষে মিলল শিশুদের ভ্যাকসিনের অনুমতি (ফাইল চিত্র)
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 11:31 PM

নয়া দিল্লি: ট্রায়াল শুরু হয়েই গিয়েছে ইতিমধ্যেই। খুব শীঘ্রই করোনা টিকা পেতে শুরু করবে দেশের শিশুরাও। ২ বছর উর্ধ্ব সকল শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু করা যাবে আগামী সেপ্টেম্বর মাস থেকেই। মঙ্গলবার এমনটাই জানালেন এইমসের ডিরেক্টর তথা খ্যাতনামা চিকিৎসহ ডা. রণদীপ গুলেরিয়া। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ দিন এমন আশার কথা শুনিয়েছেন তিনি।

যদিও শিশুদেরকে এখনই কোভিশিল্ড দেওয়া হবে না। ১৮ বছরের নীচে থাকা সকলকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া হবে। দেশের একাধিক রাজ্যে যার ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মোট ৩ পর্যায়ের ট্রায়ালের মধ্যে দু’টি পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী এইমসের নির্দেশক। আর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট হাতে এলেই টিকাকরণ শুরু করে দিতে অসুবিধা নেই। এমনটাই জানিয়েছেন গুলেরিয়া। দুই পর্যায়ের টিকাকরণের পরই ড্রাগ কন্ট্রোল বোর্ডের সবুজ সঙ্কেত পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।

আরও পড়ুন: কোভ্যাকসিনের কার্যকারিতার হার কত? প্রকাশ্যে এল তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট

উল্লেখ্য, মঙ্গলবারই ডিজিসিআই-এর কাছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট জমা দিয়েছে কোভ্যাক্সিন। সেখানেই প্রকাশ পেয়েছে, কোভ্যাক্সিনের দু’টি ডোজ় করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকর। ডা. গুলেরিয়া আরও জানান, যদি ফাইজারের ভ্যাকসিন ভারতে প্রয়োগের জন্য অনুমোদন পেয়ে যায়, তবে সেটিও শিশুদের উপর প্রয়োগের জন্য আদর্শ বিকল্প হতে পারে।