Rahul Gandhi-Asaduddin Owaisi: ‘ওয়েনাড নয়, এবার লোকসভায় লড়ুন…’ রাহুলকে খোলা চ্যালেঞ্জ ওয়াইসির

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 25, 2023 | 9:24 AM

Lok Sabha Election 2024: জনসভায় রাহুল গান্ধীকে আক্রমণ করে ওয়াইসি বলেন, "এবার ওয়েনাড নয়, হায়দরাবাদ থেকে লড়ুন। আপনি বড় বড় বক্তব্য রাখেন।বাস্তব মাটিতে আসুন এবং আমার বিরুদ্ধে লড়াই করুন। কংগ্রেসের সদস্যরা অনেক কথা বলবেন, কিন্তু আমি প্রস্তুত রয়েছি।"

Rahul Gandhi-Asaduddin Owaisi: ওয়েনাড নয়, এবার লোকসভায় লড়ুন... রাহুলকে খোলা চ্যালেঞ্জ ওয়াইসির
রাহুলকে চ্যালেঞ্জ ওয়াইসির।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হায়দরাবাদ: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি শাসিত এনডিএ জোটকে হারাতে জোট বেঁধেছে ২৮টি বিরোধী দল। এই বিরোধী জোটের পোশাকি নাম ‘ইন্ডিয়া’ (INDIA)। তবে জোটে সামিল হয়নি অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমান বা এআইএমআইএম (AIMIM)। এবার ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)-কে খোলা চ্যালেঞ্জ করলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি (AsadUddin Owaisi)। কংগ্রেস নেতাকে তিনি চ্যালেঞ্জ করলেন হায়দরাবাদ (Hyderabad) থেকে লোকসভা নির্বাচনে লড়তে।

বরাবরই হায়দরাবাদ কেন্দ্র থেকে লড়েন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। অন্য়দিকে, কংগ্রেস নেতা মূলত কেরলের ওয়েনাড আসন থেকেই দাঁড়ান। তবে গত লোকসভা নির্বাচনে তিনি উত্তর প্রদেশের আমেঠি থেকেও প্রার্থী হয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে। আমেঠি থেকে হেরে গেলেও, ওয়েনাড থেকে জেতেন রাহুল। এবারের নির্বাচনে রাহুল গান্ধী কোন আসন থেকে প্রার্থী হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর সেই জল্পনার মাঝেই এবার খোলা চ্যালেঞ্জ ওয়াইসির।

রবিবার তিনি একটি জনসভায় রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, “এবার ওয়েনাড নয়, হায়দরাবাদ থেকে লড়ুন। আপনি বড় বড় বক্তব্য রাখেন। বাস্তব মাটিতে আসুন এবং আমার বিরুদ্ধে লড়াই করুন। কংগ্রেসের সদস্যরা অনেক কথা বলবেন, কিন্তু আমি প্রস্তুত রয়েছি।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই তেলঙ্গানা থেকে এআইএমআইএম প্রধানকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, বিজেপির পকেটে রয়েছে এআইএমআইএম। সেই কারণে তাদের বিরুদ্ধে কোনও তদন্ত করা হচ্ছে না। রাহুল বলেন, “এআইএমআইএম-র বিরুদ্ধে কোনও মামলা নেই। কেবলমাত্র বিরোধীদেরই আক্রমণ করা হচ্ছে। মোদীজি কখনও নিজের লোকজনদের আক্রমণ করেন না। উনি (প্রধানমন্ত্রী মোদী) আপনাদের মুখ্যমন্ত্রী ও এআইএমআইএম নেতাদের নিজের বলে মনে করেন। তাই তাদের বিরুদ্ধে কোনও মামলা নেই।”

Next Article