প্রয়াগরাজ: গোয়ায় ঘুরতে গিয়ে এক গোয়ান দম্পতির থেকে কুকুরছানা উপহার পেয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই কুকুরের নাম তিনি রেখেছিলেন ‘নুরি’। গোয়া থেকে ফিরে মা সনিয়া গান্ধীকে সেই কুকুরছানা উপহার দিয়েছিলেন রাহুল। কিন্তু প্রিয় পোষ্যের নাম নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কংগ্রেস নেতা। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইমিম) দলের নেতা পোষ্যের নাম দিয়ে রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন আদালতে। ওই মিম নেতার অভিযোগ, এই নামের মাধ্যমে ইসলামের অপমান হচ্ছে।
মিম নেতা মহম্মদ ফারহান বুধবার রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তর প্রদেশের প্রয়াগরাজের আদালতে মামলা ঠুকেছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই মিম নেতার অভিযোগ- ‘নুরি’ নামটি ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কিত। পবিত্র কোরানে এর উল্লেখ রয়েছে। রাহুল গান্ধীর কুুকুরের নামকরণ নিয়ে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
ওই মিম নেতা জানিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে নুরি নামের বিষয়ে জানতে পারেন তিনি। এর পরই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ওই মিম নেতাকে ৮ নভেম্বর ডেকে পাঠিয়েছে আদালত। ওই দিন তাঁর বয়ান রেকর্ড করা হবে। রাহুল গান্ধীকেও আদালত তলব করতে পারে বলে জানা যাচ্ছে।