হায়দরাবাদ: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (IAF Flight Crash)। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ তেলঙ্গানার (Telangana) দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়।
যদিও বায়ুসেনার বিবৃতিতে পাইলটদের আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, হায়দরাবাদে এয়ার ফোর্স অ্য়াকাডেমিতে রুটিন ট্রেনিং চলাকালীন আচমকা দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে পিসি ৭ এমকে১ ট্রেনার এয়ারক্রাফ্ট। দুই পাইলটই গুরুতর জখম হয়েছেন।
#WATCH | A Pilatus PC 7 Mk II aircraft met with an accident today morning during a routine training sortie from AFA, Hyderabad. Both pilots onboard the aircraft sustained fatal injuries. No damage to any civil life or property has been reported: Indian Air Force officials https://t.co/EbRlfdILfg pic.twitter.com/Eu65ldloo6
— ANI (@ANI) December 4, 2023
কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Anguished by this accident near Hyderabad. It is deeply saddening that two pilots have lost their lives. In this tragic hour, my thoughts are with the bereaved families. https://t.co/K9RljlGu0i
— Rajnath Singh (@rajnathsingh) December 4, 2023
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন রাজনাথ সিং। এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, “হায়দরাবাদের কাছে দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। দুই পাইলট প্রাণ হারিয়েছেন, অত্যন্ত দুঃখজনক বিষয় এটি। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”