IAF Aircraft Crash: ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২ পাইলট

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 04, 2023 | 2:10 PM

Telangana: বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে,  সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়।

IAF Aircraft Crash: ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২ পাইলট
তেলঙ্গানায় ভেঙে পড়ে বায়ুসেনার বিমান।
Image Credit source: Twitter

Follow Us

হায়দরাবাদ: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (IAF Flight Crash)। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ তেলঙ্গানার (Telangana) দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে,  সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়।

যদিও বায়ুসেনার বিবৃতিতে পাইলটদের আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, হায়দরাবাদে এয়ার ফোর্স অ্য়াকাডেমিতে রুটিন ট্রেনিং চলাকালীন আচমকা দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে পিসি ৭ এমকে১ ট্রেনার এয়ারক্রাফ্ট। দুই পাইলটই গুরুতর জখম হয়েছেন।

কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন রাজনাথ সিং। এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, “হায়দরাবাদের কাছে দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। দুই পাইলট প্রাণ হারিয়েছেন, অত্যন্ত দুঃখজনক বিষয় এটি। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

Next Article