কমব্যাট মিশনে বায়ুসেনার পাইলটের মৃত্যু

সুমন মহাপাত্র | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 17, 2021 | 3:45 PM

সকালের এই দুর্ঘটনার কথা আজ অর্থাৎ বুধবার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে বায়ুসেনা।

কমব্যাট মিশনে বায়ুসেনার পাইলটের মৃত্যু
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: কমব্যাট ট্রেনিং মিশনে দুর্ঘটনায় প্রাণ হারালেন বায়ুসেনার পাইলট। সকালের এই দুর্ঘটনার কথা আজ অর্থাৎ বুধবার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে বায়ুসেনা। একটি বিমানঘাঁটি থেকে কমব্যাট ট্রেনিংয়ের জন্য উড়ে যাচ্ছিল বিমানটি। তখনই দুর্ঘটনায় মৃত্যু হয় ক্যাপ্টেন এ গুপ্তা। বিবৃতিতে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার কারণ তদন্ত করার জন্য কোর্ট অব ইনকোয়ারি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সুরক্ষা ও গোপনীয়তা রক্ষায় দুর্ঘটনাস্থান সম্পর্কে বায়ুসেনার তরফে কিছু না জানানো হলেও বলা হয়, আজ সকালে এয়ারবেস থেকে কমব্যাট ট্রেনিংয়ের সময় উড়ানের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। মাঝ আকাশে উড়তেই মিগ-২১ বিসন বিমান( MiG-21 Bison aircraft)-টি দুর্ঘটনার সম্মুখীন হয়।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতীয় বায়ু সেনার তরফে টুইট করে বলা হয়, “দুর্ঘটনায় গভীর শোকহত ভারতীয় বায়ু সেনা এবং মৃতের পরিবারের পাশে দাঁড়ানো হবে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

Next Article